অস্ট্রেলিয়া সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
আসন্ন মার্চ-এপ্রিল মাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে মাঠে নামবে বাংলাদেশ নারী দল। এই উপলক্ষে ইতোমধ্যেই শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া নারী দল। এবার সেই সিরিজের সূচি ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এই সফরে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া নারী দল খেলবে ৩টি ওয়ানডে এবং সমান সংখ্যক টি-টোয়েন্টি। জানা গেছে, আগামী ১৬ মার্চ টিম হোটেলে উঠবেন নিগার সুলতানা জ্যোতিরা। পরদিনই ঢাকায় পা রাখবে অস্ট্রেলিয়া নারী দল।

১৮, ১৯ ও ২০ মার্চ মিরপুরে অনুশীলন চলবে করবে নিগার সুলতানা জ্যোতির দল। একইদিনে অনুশীলন চালিয়ে যাবে অ্যালিসা হিলির দলও। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি হবে ২১ মার্চ। দ্বিতীয় ওয়ানডে ২৪ মার্চ। ২৭ মার্চ হবে সিরিজের শেষ ওয়ানডে।
সবগুলো ম্যাচই শুরু হবে সকাল সাড়ে ৯টায়। তিন ম্যাচের ৫০ ওভারের সিরিজটা আইসিসি নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপের অংশ। ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজও হবে মিরপুরে। ৩১ মার্চ হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।
২ ও ৪ এপ্রিল হবে সিরিজের দ্বিতীয় এবং শেষ টি-টোয়েন্টি। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো শুরু হবে বেলা ১২টা থেকে। ৫ এপ্রিল ঢাকা ছেড়ে যাবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।
প্রথমবারের মতো বাংলাদেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসবে অস্ট্রেলিয়া। এর আগে একবারই বাংলাদেশ সফরে আসে অস্ট্রেলিয়ার নারীরা। ২০১৪ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে সেবার এসেছিল এলিস পেরিরা। এবার ১০ বছর পর আবারও আসবে তারা।
অস্ট্রেলিয়া নারী দলের বাংলাদেশ সফরের সূচি-
তারিখ - ম্যাচ
২১ মার্চ - ১ম ওয়ানডে
২৪ মার্চ - ২য় ওয়ানডে
২৭ মার্চ - ৩য় ওয়ানডে
৩১ মার্চ - ১ম টি-টোয়েন্টি
২ এপ্রিল - ২য় টি-টোয়েন্টি
৪ এপ্রিল - ৩য় টি-টোয়েন্টি