বিপিএল শেষ শহিদুলের

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এলিমিনেটরে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামার আগেই দুঃসংবাদ পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। চোটের কারণে এই ম্যাচে খেলতে পারছেন না দলটির পেসার শহিদুল ইসলাম।
শহিদুলকে ১৫ দিনের বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসক। ফলে কোয়ালিফায়ারে জায়গা করে নিলেও এই পেসারকে ছাড়াই খেলতে হবে চট্টগ্রামকে। বরিশালের বিপক্ষে শহিদুলের বদলি হিসেবে খেলছেন আরেক পেসার আল আমিন হোসেন।

এবারের বিপিএলে ১১ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন শহিদুল। চট্টগ্রামের প্লে অফে জায়গা করে নেয়ার পেছনে বড় ভূমিকা রেখেছিলেন এই পেসার। বরিশালের বিপক্ষে নিশ্চিতভাবেই এই পেসারের অভাব অনুভব করবে শুভাগত হোমের দল।
এই ফরচুন বরিশালের বিপক্ষেই গ্রুপ পর্বের ম্যাচে ১৩ রানে ৩ উইকেট নিয়েছিলেন শহিদুল। রোমাঞ্চকর সেই ম্যাচে ১৬ রানের জয় পেয়েছিল চট্টগ্রাম। এরপর কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের বিপক্ষেও দুটি করে উইকেট নিয়েছিলেন তিনি।
বরিশালের বিপক্ষে আরও একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে চট্টগ্রাম। শাহাদাত হোসেন দিপুর বদলে দলটির একাদশে জায়গা পেয়েছেন মোহাম্মদ ইমরানুজ্জামান। যদিও এই ম্যাচে ভালো করতে পারেননি তিনি। আউট হয়েছেন মাত্র ৭ রান করে।