সালাহউদ্দিন বাংলাদেশের সেরা কোচ: মঈন
.jpg)
ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএলে খেলছেন মঈন আলী। ইংলিশ এই অলরাউন্ডার এর আগেও বেশ কয়েকবার বাংলাদেশে এসেছেন। তাই কন্ডিশন পরিচিতই বলা চলে। এবারের বিপিএলে নিজের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ২৪ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি।
এই ম্যাচে হ্যাটট্রিকও করেছিলেন তিনি। এরপর খুলনা টাইগার্সের বিপক্ষে ৪৬ রানে ২ উইকেট পেয়েছেন এই অলরাউন্ডার। জানিয়েছেন বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিলে পারফর্ম করাটা সহজ হয়ে যায়। তরুণদেরকেও এমন কন্ডিশনে খেলতে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে মঈন বলেন, 'বাংলাদেশে আসতে সবসময়ই ভালো লাগে। দীর্ঘদিন ধরেই বাংলাদেশে আসা হয়। অনূর্ধ্ব-১৯ দলের হয়েও বাংলাদেশ সফর করেছি। এই কন্ডিশন সম্পর্কে ধারণা না থাকলে জায়গাটা খুবই কঠিন। তবে একবার অভ্যস্ত হয়ে গেলেই হলো। ডিফারেন্ট স্টাইল অব ক্রিকেট। তরুণদের এই কন্ডিশনে খেলতে আসা উচিত যা নিজের খেলাকে উন্নত করবে। কারণ এটা সহজ না, বাংলাদেশের কন্ডিশনে খেলা খুবই কঠিন।'

কুমিল্লায় মঈন কোচ হিসেবে পেয়েছেন মোহাম্মদ সালাহউদ্দিনকে। এই ইংলিশ অলরাউন্ডারের চোখে সালাহউদ্দিন সেরা কোচ। বিশেষ করে তরুণদের জন্য তিনি দারুণ অনুপ্রেরণাদায়ী বলে মনে করেন তিনি। তবে এমন একজন বাংলাদেশের কোচ না হওয়ায় অবাক মঈন।
তিনি বলেন, ‘সে বিশ্বের অন্যতম সেরা কোচ, আমার খেলা কোনও দলের। সে খুব ভালো তরুণদের সঙ্গে। অবশ্যই বাংলাদেশের সেরা, এটা আমার ব্যক্তিগত মতামত। আমি একটু অবাক হয়েছি সে বাংলাদেশের হেড কোচ না। আমি নিশ্চিত না সে কখনো ছিল কি না। ওটা ভিন্ন কারণ। কিন্তু সে অন্যতম সেরা কোচ, টপ পাঁচের মধ্যে আছে।’
জেমি সিডন্স প্রধান কোচের দায়িত্ব নেয়ার আগের বছর ২০০৬ সালে জাতীয় দলের সহকারী কোচ হন সালাউদ্দিন, কাজ করেন ২০০৮ সাল পর্যন্ত। ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেন ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত। এরপর আর জাতীয় দলের আঙিনায় দেখা যায়নি তাকে।
এদিকে ভিক্টোরিয়ান্স দলে আছেন তাওহীদ হৃদয়ের মতো মারকুটে ব্যাটার। চলতি বিপিএলের সর্বোচ্চ রানসংগ্রাহকও তিনি। হৃদয় নজর কেড়েছেন মঈন আলীরও। এই ইংলিশ অলরাউন্ডার হৃদয়কে বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার মনে করেন। হৃদয়ের দারুণ ভবিষ্যৎ দেখছেন তিনি।
এ প্রসঙ্গে মঈন বলেন, 'হৃদয় বাংলাদেশের অন্যতম সেরা খেলোয়াড়। গতবার ওর বিপক্ষে খেলেছিলাম। সেবার সে অনেক রান না করলেও বুঝতে পেরেছিলাম সে ভালো ক্রিকেটার। সে খুব বড়সড় মানুষ নয়, কিন্তু অনেক মারতে পারে। অবশ্যই ভালো টাইমিং এবং টেকনিকের কারণে। সে টপ খেলোয়াড় হতে যাচ্ছে।'