রাজকোট টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিলেন অশ্বিন

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
পরিবারের কোনো এক সদস্য গুরুতর অসুস্থত, আর তাই চলমান রাজকোট টেস্টে খেলবেন না রবিচন্দ্রন অশ্বিন। ইতোমধ্যেই ড্রেসিং রুম ছেড়ে নিজ বাড়িতে চলে গেছেন ভারতের এই স্পিনার। এক বিবৃতিতে এমনটা জানিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
কার এবং কী ধরনের অসুস্থতা সেটা নিজেদের বিবৃতিতে জানায়নি বিসিসিআই। তবে এই সময়টায় তার পাশে থাকার কথা উল্লেখ করেছে তারা। অভিজ্ঞ এই স্পিনারের প্রিয়জনের সুস্বাস্থ্য কামনা করেছে ভারতের ক্রিকেটের অভিভাবক প্রতিষ্ঠান।

বিসিসিআইয়ের সচিব জয় শাহ এক বিবৃতিতে বলেছেন, ‘পরিবারের কারও গুরুতর অসুস্থতার কারণে রবিচন্দ্রন অশ্বিন টেস্ট স্কোয়াড থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁর এই চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বিসিসিআই অশ্বিনকে পূর্ণ সমর্থন জানাচ্ছে'
'আমাদের কাছে একজন খেলোয়াড় ও তাঁর প্রিয়জনের স্বাস্থ্য ও মঙ্গল কামনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অশ্বিন ও তাঁর পরিবারের গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধ করছি।’
এদিকে বিসিসিআই সহ সভাপতি রাজিব শুক্লা এক্সে জানিয়েছেন, অশ্বিনের মা গুরুতর অসুস্থ। মূলত মায়ের পাশে থাকতেই চেন্নাই যাচ্ছেন অশ্বিন। ভারতের অন্যান্য মিডিয়াও এই খবরের সত্যতা প্রকাশ করেছে।
রাজকোটে প্রথম ইনিংসেই জ্যাক ক্রলিকে আউট করে টেস্টে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন অশ্বিন। ইতিহাসের দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ৫০০ উইকেট ছুঁয়েছেন অশ্বিন। এই মাইলফলকে পৌঁছাতে তার ৯৮ ম্যাচ লেখেছে।