promotional_ad

ডাকেটের ঝড়ে ভারতকে পাল্টা জবাব দিচ্ছে ইংল্যান্ডে

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


একটি উইকেট নিতে পারলেই টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন রবিচন্দ্রন অশ্বিন। রাজকোটে সেই কাজটা করতে বেশি সময় নেননি এই স্পিনার। জ্যাক ক্রলিকে আউট করেই ইতিহাসের পাতায় নাম লেখান তিনি। কিন্তু দিনের বাকি সময়টা ছিলো বেন ডাকেটের। ভারতের ৪৪৫ রানের সংগ্রহ টপকাতে এদিন শুরু থেকেই ঝড়ো ব্যাটিং করেন তিনি। দিনশেষে ১৩৩ রানে অপরাজিত আছেন এই ইংলিশ ব্যাটার। তার ইনিংসে ভর করেই দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ২০৭ রান।


প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেই পাঁচ রান বোনাস পায় ইংল্যান্ড। মূলত রান নেয়ার সময় গতকাল জাদেজা উইকেটের মাঝামাঝি দিয়ে দৌড় দেন, এই ঘটনার জন্য দলটিকে সতর্ক করেছিলেন আম্পায়ার। একই ভুল আজ আবারো করেন অশ্বিন। তাই এমসিসির নিয়ম অনুযায়ী পাঁচ রান জরিমানা করা হয় ভারতকে। যেটা যোগ হয় ইংল্যান্ডের খাতায়।


promotional_ad

এদিকে ব্যাট হাতে নেমেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলা শুরু করেন ডাকেট। তাকে দারুণ সঙ্গ দিচ্ছিলেন ক্রলি। দুজনে ১৩ ওভারেই তোলেন ৮৪ রান। কিন্তু আশ্বিনের লেগ স্টাম্পের বাইরের বলে সুইপ করতে গিয়ে রজত পাতিদারকে ক্যাচ দিলে শেষ হয় ক্রলির ১৫ রানের ইনিংস। ফলে টেস্ট ক্রিকেটের ইতিহাসে নবম বোলার হিসেবে হিসেবে ৫০০ উইকেটের কীর্তি গড়েন ভারতীয় এই স্পিনার।


দিনের বাকি সময়টা রাজকোট দেখেছে ডাকেটের বাজবল। ওলি পোপকে সঙ্গী করে ৮৬ বলে সেঞ্চুরি তুলে নেন তিনি। তবে তাদের ৯৩ রানের জুটি ভাঙেন মোহাম্মদ সিরাজ। তার ফুলার লেংথ ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে ফেরেন পোপ। আম্পায়ার প্রথমে সারা না দিলেও রিভিউ নিয়ে তাকে ফেরায় ভারত। দিনের বাকি সময়টা রুটকে নিয়ে শেষ করেন ডাকেট। ১১৮ বলে ১৩৩ রানে অপরাজিত আছেন তিনি। রুট উইকেটে আছেন ৯ রান নিয়ে। ফলে ২৩৮ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শুরু করবে সফরকারীরা।


আগের দিন অপরাজিত থাকা জাদেজা ১১০ রান ও কুলদীপ যাদব একরান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন। কিন্তু সকালেই দুই ব্যাটারকে হারায় ভারত। যাদবকে ফেরান জেমস অ্যান্ডারসন। পরের ওভারেই জো রুট ফেরান জাদেজাকে। রুটের হাতেই ক্যাচ তুলে দুই ছক্কা ও ৯ চারে সাজানো ১১২ রানের ইনিংস থামে এই অলরাউন্ডারের।


ভারতের হয়ে বাকি কাজটা করেন অভিষিক্ত ধ্রুব জুরেল, অশ্বিন ও জসপ্রিত বুমরাহ। এ সময় অশ্বিনকে নিয়ে ৭৭ রানের জুটি গড়েন জুরেল। এই দুজনকেই ফেরান রিহান আহমেদ। এই স্পিনারের গুগলিতে মিড অনে ক্যাচ তুলে দেন আশ্বিন। ৩৭ রানে ফেরেন তিনি। এরপর জুরেল ফেরেন ৪ রানের আক্ষেপ নিয়ে।


রিহানের বল এই ব্যাটারের ব্যাট ছুঁয়ে ধরা পরে বেন ফোকসের গ্লাবসে। ৪৬ রান নিয়েই শেষ হয় তার অভিষেক ইনিংস। শেষদিকে বুমরাহর ২৬ ও সিরাজের ৬ রানে ৪৪৫ রানের সংগ্রহ পায় ভারত। ইংল্যান্ডের হয়ে মার্ক উড সর্বোচ্চ চারটি, রিহান নিয়েছেন দুটি উইকেট। অ্যান্ডারসন, হার্টলি ও রুট নিয়েছেন একটি করে উইকেট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball