শান্তকে চাপ না দিয়ে সাপোর্ট করা উচিত: নাফিস
.jpg)
ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের শুরুতে সিলেট স্ট্রাইকার্সকে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। টুর্নামেন্টের মাঝ পথে তিনি সরে গেলে দলটির নেতৃত্ব পান মোহাম্মদ মিঠুন। তবে নাজমুল হোসেন শান্ত থাকতে মিঠুন কেন অধিনায়ক এ নিয়ে প্রশ্ন ছিল সবার।
অবশ্য বিপিএল চলাকালীনই সুখবর পেয়েছেন শান্ত। বাংলাদেশ দলের তিন ফরম্যাটের অধিনায়কত্ব পেয়েছেন তিনি। আসন্ন শ্রীলঙ্কা সিরিজ দিয়েই নিয়মিত অধিনায়ক হিসেবে নিজের যাত্রা শুরু করবেন তিনি। সিলেট স্ট্রাইকার্সের টিম ম্যানেজার নাফিস ইকবাল মনে করেন যোগ্য বলেই শান্তকে নেতৃত্ব দেয়া হয়েছে।
তিনি বলেন, 'অধিনায়ক হিসেবে তার ব্যাপারে যেটা জিজ্ঞেস করেছেন, শেষ সিরিজে নিউজিল্যান্ডে কাজ করেছি আমি। ব্যক্তি হিসেবে খুবই শান্ত, স্থির এটা আমি বলেছি। তার সঙ্গে কাজ আমি উপভোগ করেছি, তার নেতৃত্বগুণ রয়েছে সেটি সে দেখিয়ে দিয়েছে।'

আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্ব আসরে শান্তর নেতৃত্ব খেলবে বাংলাদেশ। এই বৈশ্বিক আসরের মাত্র ৪ মাস বাকি। নাফিস মনে করেন একটি দল গুছিয়ে নিতে ৪ মাস পর্যাপ্ত সময় নয়। এ কারণে শান্তকে চাপ না দিয়ে তার পাশে থাকতে হবে সবার।
নাফিসের ভাষ্য, 'চার মাস শান্তর জন্য বেশি সময় না। ও পেয়েছে তাকে সমর্থন করতে হবে। সে দেখিয়েছে সে একজন গ্রেট লিডার, ও কিন্তু আগে এই দলে কাজ করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড গুণ আছে বলেই তাকে অধিনায়কত্ব দিয়েছে। কিন্তু সামনে যে বিশ্বকাপটা রয়েছে সেটা চ্যালেঞ্জিং।'
তিনি যোগ করেন, 'আমি অজুহাত দিতে চাচ্ছি না কিন্তু তার মধ্যে যে কোয়ালিটি রয়েছে সে বের করে নেবে। যে কোনো ক্যাপ্টেন যদি একটা স্যাটেল টিম পায় তার জন্য পরিকল্পনা করাটা সহজ হবে। আমার মনে হয় না চার মাস সঠিক সময়। তার উপর কোনো প্রেশার না দিয়ে তাকে সাপোর্ট করা উচিত।'
নাফিস এর আগে বাংলাদেশ দলের টিম ম্যানেজার হিসেবে লম্বা সময় কাজ করেছেন। ফলে শান্তকে খুব কাছ থেকে দেখেছেন তিনি। এমনকি একসঙ্গে খেলারও অভিজ্ঞতা আছে তাদের। কলাবাগান জুনিয়র টিমের হয়ে একসঙ্গে খেলার স্মৃতিও তুলে ধরেছেন নাফিস।
তিনি বলেন, 'আমি শান্তকে অনেক আগে থেকে দেখিছি। আমি আর ও একসঙ্গে ক্রিকেট খেলেছি। কলাবাগান জুনিয়র টিমের হয়ে। গ্রেট পটেনশিয়াল এবং বিপিএলেও তার সঙ্গে আমার অনেক সময় কাজ করা হয়েছে।'