promotional_ad

টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিতের নেতৃত্বেই খেলবে ভারত

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। রাজকোটে এমনটা নিশ্চিত করেছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহ। এ নিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অধিনায়কত্ব করবেন রোহিত।


২০২২ সালে অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে তার নেতৃত্বেই সেমিফাইনাল খেলে ভারত। যদিও ফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ডের কাছে হেরে যায় ভারত; পরে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। ২০২২ সালের সেমিফাইনাল ম্যাচটির পর ২০২৩ সালে এই সংস্করণে আর কোনো ম্যাচ খেলেননি রোহিত।


promotional_ad

এর মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) হার্দিক পান্ডিয়ার কাছে মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্ব হারান রোহিত। ধারণা করা হচ্ছিল রোহিতকে বাদ দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনা করবে ভারত। যদিও এমনটা হয়নি।


গত জানুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারতের অধিনায়কত্ব করেন রোহিত। এবার জানা গেল, নেতৃত্বের পরিকল্পনায় থাকছেন তিনিই। স্পষ্টই এই গুঞ্জনের সমাপ্তি ঘটালেন জয় শাহ।


এক অনুষ্ঠানে এসে জয় শাহ বলেন, ‘প্রায় এক বছর পর সে (রোহিত) আফগানিস্তান সিরিজে অধিনায়কত্বে ফিরেছে। এর অর্থ হলো সে অবশ্যই নেতৃত্ব দেবে (টি-টোয়েন্টি বিশ্বকাপে)।’


বিসিসিআইয়ের এই সেক্রেটারি বলেছেন, ‘আমরা জানি রোহিতের সামর্থ্য আছে। ওয়ানডে বিশ্বকাপেই সে তা দেখিয়েছে, আমরা টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে উঠেছিলাম। রোহিতের অধিনায়কত্বে বার্বাডোজে ভারতের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।’


এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের নেতৃত্ব রোহিত থাকলেও এই সংস্করণে পরবর্তী অধিনায়ক হিসেবে হার্দিককে পছন্দ জয় শাহর। রোহিত না থাকায় বেশ কয়েকটি টি-টোয়েন্টি সিরিজে ভারতের নেতৃত্ব দেন এই অলরাউন্ডার। জয় শাহ বলেন, ‘টি-টোয়েন্টিতে নিশ্চিতভাবেই হার্দিক অধিনায়ক হবে (ভবিষ্যতে)।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball