জাকেরের কথা আপনারা সব সময় ভুলে যান: সালাহউদ্দিন

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
ফরচুন বরিশালের বিপক্ষে ২০ বলে ২৩*, সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ২৭ বলে ২৯, রংপুর রাইডার্সের বিপক্ষে ৪ বলে ১৮*, খুলনা টাইগার্সের বিপক্ষে ৮ বলে ১৮*। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে ৬-৭ নম্বরে নেমে এমন ইনিংস নিয়মিত খেলছেন জাকের আলী অনিক। এর ফলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সও নির্ভার ক্রিকেট খেলতে পারছে।
দলের জয়ের জন্য যখন দ্রুত রান তোলা প্রয়োজন বা যখন দ্রুত রান তুলে প্রতিপক্ষকে চাপে ফেলে দেয়া প্রয়োজন তখনই ব্যাট হাতে ত্রাতার ভূমিকায় অবতীর্ন হয়েছেন জাকের। খুলনার বিপক্ষে ৭ উইকেটে জয়ের ম্যাচেও ৩১ বলে ৪০ রানের অপরাজিত ইনিংস খেলে ৩.৩ ওভার হাতে রেখে ম্যাচ জিততে বড় ভূমিকা রেখেছেন জাকের। ম্যাচ শেষে কুমিল্লার প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন এই ব্যাটারের প্রশংসা করেছেন।

সেই সঙ্গে কিছুটা আক্ষেপও করেছেন। লম্বা সময় ধরেই বাংলাদেশ জাতীয় দলে একজন ফিনিশারের অভাব রয়েছে। সালাহউদ্দিন মনে করেন সেই অপূর্ণতা ঘুচাতে পারেন জাকের। চলতি বিপিএলে পারফর্ম করার পরও নির্বচকরাও তার দিকে না তাকানোয় হতাশ কুমিল্লার প্রধান কোচ।
তিনি বলেন, 'শুধু হৃদয়ের কথা বলবনা, জাকেরের কথাটা সবসময় আপনারা ভুলে যান, আপনারা কেউ কিন্তু আসলে কখনোই জিজ্ঞেস করেন না। ছেলেটার হয়ত চেহারা একটু কালো, এই কারণে আমার মনেহয়, বোর্ডও তাকে দেখে না ঠিকমতো। আপনারা ছয় নম্বর, সাত নম্বরে প্লেয়ার খোঁজেন। এই ছেলেটা লাস্ট কয়েকটা ম্যাচ থেকে খুবই ভালো খেলছে। তাঁর স্ট্রাইক রেট যদি দেখেন, আর সে প্রতিটা দিনই আমাদের কঠিন মুহূর্তে রানটা করে দিচ্ছে এবং সে অনেক দায়িত্ববান।'
মঙ্গলবার বাংলাদেশের শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা করা হয়েছে। দলে ৫ জন ওপেনার দেখে অবাক হয়েছেন সালাহউদ্দিন। তিনি মনে করেন সঠিক জায়গার জন্য সঠিক ক্রিকেটার নির্বাচন করাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই তিনি নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন।
সালাহউদ্দিন বলেন, 'আমি গতকাল বাংলাদেশ টিম দেখলাম। আপনি ৫ টা ওপেনার রাখছেন, মিডল অর্ডারে ২ টা ব্যাটসম্যান মনে হয়। একটা সুবিধা আছে হয়ত, সবসময় বাংলাদেশ ওপেনিংই করবে, ১৬-১৭ ওভার পর্যন্ত ওপেন করবে, এটা একটা সুবিধা হতে পারে। তবে রাইট জায়গায় রাইট প্লেয়ার পিক করাটা খুব জরুরি।'