৫ বছর পর শীর্ষস্থান হারালেন সাকিব

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
প্রায় ৫ বছর ধরে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষ অলরাউন্ডার ছিলেন সাকিব আল হাসান। এবার তাকে হটিয়ে শীর্ষস্থান দখল করেছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি। গত বিশ্বকাপের পর থেকেই জাতীয় দলে হয়ে খেলা হয়নি সাকিবের।
অন্যদিকে কদিন আগেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১ উইকেট নেয়ার পাশাপাশি ১৩৬ রানের ইনিংস খেলেছেন নবি। আর তাতেই সাকিবকে টপকে গেছেন এই আফগান তারকা। নবি ৩১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন আর সাকিব ৩১০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে।

এই তালিকায় তিন নম্বরে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। তার নামের পাশে রয়েছে ২৮৮ রেটিং পয়েন্ট। কদিন পরেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। এই সিরিজ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন সাকিব। ফলে সহসাই শীর্ষস্থানে সাকিবের ফেরা হচ্ছে না সেটা বলে দেয়াই যায়।
২০১৯ সালের ৭ মে রশিদ খানকে টপকে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছিলেন সাকিব। বাংলাদেশি অলরাউন্ডারকে টপকে যাওয়ার দিনে আরেকটি রেকর্ডে নাম লিখিয়েছেন নবি। তিনিই এখন অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠা সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার। শীর্ষে ওঠার দিনে নবির বয়স হয়েছে ৩৯ বছর ১ মাস ১৪ দিন।
এর আগে ২০১৫ সালের জুনে শীর্ষে উঠেছিলেন তিলকরত্নে দিলশান। সে সময়ে তাঁর বয়স ছিল ৩৮ বছর ৮ মাস। এদিকে ওয়ানডের বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন কেশভ মহারাজ। ২ নম্বরে আছেন অজি পেসার জশ হ্যাজেলউড। আর তিনে অ্যাডাম জাম্পা।
ব্যাটারদের তালিকায় যথারীতি শীর্ষস্থানে আছেন বাবর আজম। লম্বা লাফ দিয়েছেন আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি হাঁকানো পাথুম নিশাঙ্কা। তিনি ১০ ধাপ এগিয়ে ১৮ নম্বরে জায়গা করে নিয়েছেন। দ্বিতীয় ম্যাচে ৯৭ করে চারিথ আসালাঙ্কা ৫ ধাপ এগিয়ে ১৫ নম্বরে এসেছেন। আর সাদিরা সামারাবিক্রমা ৬ ধাপ এগিয়ে ৪১ নম্বরে জায়গা করে নিয়েছেন।