promotional_ad

১৫ মাস পর টি-টোয়েন্টি দলে বোল্ট, ছুটিতে উইলিয়ামসন

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপ এলেই যেন নিউজিল্যান্ড দলে ফিরেন ট্রেন্ট বোল্ট। ১৫ মাসের বিরতি দিয়ে এবারও দলে ফিরলেন কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকা এই পেসার। জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগমুহূর্তে তাকে দলে ভিড়িয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।


ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে এনজেডসি। ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে ৩৪ বছর বয়সী এই পেসারকে দলে ফেরানো হয়েছে। সর্বশেষ ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে এই সংস্করণটিতে জাতীয় দলের জার্সিতে দেখা যায় তাকে।


promotional_ad

এদিকে এই সিরিজে বিশ্রামে থাকবেন নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। তৃতীয় সন্তান জন্মদানের সময় স্ত্রীর পাশে থাকতে চান তিনি। এজন্য তাকে পিতৃত্বকালীন ছুটি দেয়া হয়েছে। এই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন স্পিন বোলিং অলরাউন্ডার মিচেল সান্টনার।


এদিকে দলটির নিয়মিত মুখ ড্যারিল মিচেলও থাকছেন না এই সিরিজে। চোট থেকে সেরে উঠতে তাকে বিশ্রামের সুযোগ করে দেয়া হয়েছে। আঙুলের চোট পুরোপুরি না সারায় মাইকেল ব্রেসওয়েলকে রাখা হয়নি। দলে নেই জিমি নিশামও।


রংপুর রাইডার্সের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে আসায় নিশামকে রাখা হয়নি। দলে নতুন মুখ জশ ক্লাকর্সন। ২৭ বছর বয়সী এই অলরাউন্ডারের গত ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে ওয়ানডে অভিষেক হয়। এবার তিনি টি-টোয়েন্টি অভিষেকের অপেক্ষায়।


নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড- মিচেল সান্টনার (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, রাচিন রবীন্দ্র, জশ ক্লার্কসন, ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, অ্যাডাম মিল্‌নে, ম্যাট হেনরি, টিম সাইফার্ট (উইকেটকিপার), ইশ সোধি ও লকি ফার্গুসন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball