টি-টোয়েন্টি দলে নাইম, নতুন মুখ আলিস
.jpg)
ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে ব্যাট হাতে দারুণ পারফর্ম করে আবারও জাতীয় দলে ফিরেছেন নাইম শেখ।
এ ছাড়া কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে দারুণ বোলিং করে প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন আলিস আল ইসলাম। টি-টোয়েন্টি দলে ফিরেছেন এনামুল হক বিজয়ও। ২০২২ সালের এশিয়া কাপের পর এবারই প্রথম টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ।

টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন রনি তালুকদার, শামীম পাটোয়ারী, আফিফ হোসেন এবং তানভীর ইসলাম। এই সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব আল হাসান। ফলে তাকে ছাড়াই দল ঘোষণা করেছেন নির্বাচকরা। টি-টোয়েন্টি দল তিন ম্যাচের জন্য হলেও ওয়ানডে দল ঘোষণা করা হয়েছে শুধু প্রথম দুই ম্যাচের জন্য।
টি-টোয়েন্টি স্কোয়াড-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, নাইম শেখ, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মেহেদী, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, আলিস আল ইসলাম।
ওয়ানডে স্কোয়াড-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।