শ্রীলঙ্কা সিরিজে খেলছেন না সাকিব

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
সোমবার বাংলাদেশের তিন ফরম্যাটের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে সাকিব আল হাসানকে। নেতৃত্বভার দেয়া হয়েছে নাজমুল হোসেন শান্তকে। মূলত সাকিবকে পুরোদমে পাওয়া যাবে কিনা এই বিষয়ে নিশ্চয়তা পায়নি বিসিবি।
এ কারণেই শান্তকে অধিনায়কত্ব দেয়া হয়েছে। কদিন পরেই শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন এই সিরিজে সাকিবকে দেখা যাবে না। এই বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র।

এদিকে নতুন অধিনায়কের নাম ঘোষণা করে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, 'সাকিবের সঙ্গে কথা হয়েছে। সাকিবের এখন অবধি কালকে পর্যন্ত যেটা কথা হয়েছে; ওর চোখের সমস্যা এখনও যায়নি। কাজেই আমাদের সামনে শ্রীলঙ্কা সিরিজ আছে, তারপর আরেকটা সিরিজ আছে; বিশ্বকাপ আছে। আসলে ওর এভেইলেবেলেটিটা আমরা নিশ্চিত না।'
তিনি আরও যোগ করেন, 'অবশ্যই ও আমাদের প্রথম পছন্দ অধিনায়ক হিসেবে সবসময়ই ছিল, এখনও আছে। দুর্ভাগ্যবশত যেহেতু একটা অনিশ্চয়তা রয়ে গেছে, এটার মধ্যে আমরা থাকতে চাচ্ছি না। কাজেই আমরা সিদ্ধান্ত নিতে আর দেরি করতে চাইনি। এখন থেকে বিশ্বকাপের খুব বেশি দেরি নেই, এই সময়ে যেন স্মুথলি দলটা চলতে পারে; সেজন্য এই নামটা আমরা ঘোষণা করে দিয়েছি।'
গত বিশ্বকাপ থেকেই চোখের সমস্যার কারণে বিপাকে পড়তে হয়েছে সাকিবকে। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুটি ম্যাচে ব্যাটিংয়েই নামেননি তিনি। অবশ্য শেষ দুই ম্যাচে ঝড়ো ইনিংস খেলে আবারও ব্যাট হাতে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি।
একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে যোগ দিয়ে সাকিব একদিন আগেই বলেছিলেন, ‘শ্রীলঙ্কা সিরিজ নিয়ে এখনো কোনো পরিকল্পনা হয়নি। বিপিএল চলছে। এটাতেই ফোকাস করছি। চেষ্টা করছি কীভাবে দলের জন্য অবদান রাখতে পারি।’ এবার পুরো সিরিজ থেকেই নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।