রাজকোট টেস্টেও খেলা হচ্ছে না রাহুলের

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের পরই ঊরুর চোটে পরেন লোকেশ রাহুল। এরপর খেলা হয়নি বিশাখাপত্তমে সিরিজের দ্বিতীয় টেস্টেও। অবশ্য শেষ তিন ম্যাচের জন্য রাহুলকে আবারো দলে ফিরিয়েছিল ভারত। কিন্তু শতভাগ ফিট না হওয়ায় তৃতীয় টেস্টে খেলা হচ্ছে না তার। তার বদলে প্রথমবারের মত দলে ডাক পেলেন দেবদূত পাড়িক্কাল।
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ বাজেভাবেই শুরু হয়েছিল ভারতের। হায়দরাবাদ টেস্টে দলটি ২৮ রানে হারে বেন স্টোকসদের বিপক্ষে। অবশ্য সেই ম্যাচে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করেছেন রাহুল। প্রথম ইনিংসে ৮৬ রানের পর দ্বিতীয় ইনিংসে করেছেন ২২ রান। কিন্তু সেই ম্যাচের পরই উরুর চোটে পরেন এই উইকেটরক্ষক ব্যাটার।
অবশ্য শুধু রাহুলই নয়, দ্বিতীয় টেস্টে ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকেও পাইনি স্বাগতিকরা। কিন্তু শেষ তিন টেস্টের জন্য দুজনকেই দলে ফিরিয়েছিল দলটি। কিন্তু বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এক বিবৃতিতে রাহুলের রাজকোট টেস্ট থেকে ছিটকে যাওয়ার ব্যাপারটি নিশ্চিত করে।

মূলত রাহুল শতভাগ ফিট না থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। বিবৃতিতে বোর্ডটি জানায়, 'রাহুল ৯০ শতাংশ ফিটনেস ফিরে পেয়েছে। তিনি বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) চতুর্থ এবং পঞ্চম টেস্টের জন্য ফিট হতে নিজের পুনর্বাসনপ্রক্রিয়া চালিয়ে যাবে।'
এদিকে রাহুলের বদলি হিসেবে ডাক পেয়েছেন রঞ্জি ট্রফিতে তারই কর্ণাটক সতীর্থ পাড়িক্কাল। মূলত রঞ্জি ট্রফির চলতি আসরে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করেছেন পাড়িক্কাল। গত ৯ ফেব্রুয়ারি তামিলনাডুর বিপক্ষে ১৫১ ও ৩৬ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন তিনি। মৌসুম জুড়ে ৬ ইনিংসে ৯২.৬৬ গড়ে রান করেছেন ৫৫৬।
চলতি টেস্ট সিরিজে একের পর এক চোট মাথা ব্যথার কারণ হয়তে দাঁড়াচ্ছে ভারতের। দলে থাকলেও জাদেজা এখনো শতভাগ ফিট নয়। এদিকে শ্রেয়াস আইয়ারও ছিটকে গেছেন পিঠের ব্যথায়। শেষ তিন টেস্টেই তাকে আর পাওয়া যাবে না।
তৃতীয় টেস্টে ভারত দল:
রোহিত শর্মা (অধিনায়ক), জশপ্রীত বুমরাহ, ইয়াশভি জায়সাওয়াল, শুবমান গিল, রজত পাতিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল, কে এস ভরত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, আকাশ দীপ ও দেবদূত পাড়িক্কাল।