আইয়ার ছিটকে যাওয়াতে হতাশার কিছু দেখছেন না চ্যাপেল

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
সাদা পোশাকে ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না শ্রেয়াস আইয়ারের। এরই মধ্যে পিঠের চোটে ইংল্যান্ডের বিপক্ষে শেষ তিন টেস্ট থেকে ছিটকে গিয়েছেন এই ভারতীয় ব্যাটার। তবে আইয়ার দলে না থাকায় ভারতের কোনো সমস্যা দেখছেন না অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ইয়ান চ্যাপেল। তাই ভারতের জাতীয় দলকে আইয়ারকে নিয়ে হতাশ না হওয়ার কথা জানিয়েছেন তিনি।
সবশেষ ১৩ ইনিংস আগে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন আইয়ার। এরপর থেকেই ব্যাট হাতে রান খরা চলছে তার। যেখানে সবশেষ ৬ টেস্টে ৩৬.৮৩ গড়ে ২২১ রান করেছেন আইয়ার। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টেও ছিলেন ছন্দহীন। যেখানে চার ইনিংসে ২৬ গড়ে রান করেছেন মোটে ১০৪। ডানহাতি এই ব্যাটারের পারফর্ম্যান্স চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের।
দ্বিতীয় টেস্টের পরই ভারতীয় দলের টিম ম্যানেজমেন্ট এবং মেডিকেল স্টাফদের আইয়ার জানান ৩০টি বল খেলার পরই তার পিঠে সমস্যা দেখা দিচ্ছিল। ফলে সিরিজের শেষ তিন ম্যাচে তাকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নেয় দলটি। যদিও দলে আইয়ারের না থাকা নিয়ে চিন্তার কিছুই দেখছেন না চ্যাপেল। বরং ভারতীয় দলে কুলদিপ যাদবদের পারফর্ম্যান্স নিয়ে চিন্তিত চ্যাপেল।

ইএসপিএনক্রিকইনফোতে নিজের কলামে আইয়ার ও যাদবের পারফর্ম্যান্সের ব্যাপারে তিনি বলেন, 'আশা করি নির্বাচকরা এখন শ্রেয়াস আইয়ারের ব্যাটিং করাকে অতিরিক্ত (দলে না থাকা) মূল্যায়ন করা বন্ধ করবে এবং কুলদীপ যাদবের উইকেট নেওয়ার ক্ষমতাকে আরও গুরুত্ব দিতে শিখবে।’
আইয়ারের মত বল হাতে খরা যাচ্ছে যাদবের। প্রথম দুই টেস্টে তিনি নিয়েছেন মাত্র পাঁচ উইকেট। চ্যাপেলের মতে, রবীন্দ্র জাদেজা ও লোকেশ রাহুল দলে ফেরায় ভারতের শক্তি আরো বেড়েছে। যদিও বিরাট কোহলির না থাকাই ভারতের সবথেকে বড় ধাক্কা বলে মনে করছেন তিনি।
চ্যাপেলের ভাষ্যমতে, ‘ভারত একটি শক্তিশালী দল, তাদের রোহিত শর্মার মতো একজন ভালো অধিনায়কও রয়েছে। (ইতোমধ্যে) চোট কাটিয়ে রবীন্দ্র জাদেজা ও লোকেশ রাহুল দলে ফেরায় দলটির শক্তি বেড়েছে। তবে সিরিজের বাকি ম্যাচগুলোতে বিরাট কোহলির না থাকা দলটির জন্য বড় ধাক্কা।’