promotional_ad

স্টার্কের ২৫ কোটি পারিশ্রমিককে ‘বাড়াবাড়ি’ বলছেন গাভাস্কার

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দুই মাস আগেই শেষ হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। সেই নিলামে অবিশ্বাস্য দামে মিচেল স্টার্ককে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে স্টার্ককে কলকাতা দলে ভেড়ানোয় অবাক হয়েছেন সুনীল গাভাস্কারও। এতো বেশি পারিশ্রমিক কারোরই প্রাপ্য নয় বলে মনে করছেন ভারতের সাবেক এই ক্রিকেটার।


স্টার্কের স্বদেশী প্যাট কামিন্স শেষবারের আইপিএল নিলামে আগে ঝড় তোলেন। তাকে ২০ কোটি ৫০ লাখ রুপিতে দলে ভেড়ায় সানরাইজার্স হায়দরাবাদ। অস্ট্রেলিয়ার অধিনায়কের এই রেকর্ড অবশ্য ঘণ্টাখানেকও টিকতে পারেনি।


promotional_ad

সেটি অনায়সে ভেঙে যায় নিলামে স্টার্কের নাম উঠলে। মুহূর্তের মধ্যে বেশ কটি ফ্র্যাঞ্চাইজি রীতিমতো কাড়াকাড়ি লাগিয়ে দেয় অজি এই পেসারের জন্য। শেষ পর্যন্ত তার দাম ওঠে প্রায় ২৫ কোটি রুপির কাছাকাছি।


সম্প্রতি স্টার স্পোর্টসের আলোচনায় গাভাস্কার বলেন, 'খোলাখুলি যদি বলি, (এই পারিশ্রমিক) অতি বাড়াবাড়ি। আমার মনে হয়, এই পরিমাণ অর্থের উপযুক্ত নয় কেউই। স্টার্ক যদি কোনো প্রভাব রাখতে পারে এবং ১৪ ম্যাচের মধ্যে যদি ৪টি জেতাতে পারে, তাহলে কিছুটা বলা যায় যে, এই টাকা কাজে লেগেছে। আর যদি অন্য ম্যাচগুলিতে অবদান রাখতে পারে, তাহলে তো পুরোপুরিই দারুণ হবে।'


এর আগে মাত্র দুই মৌসুম আইপিএল খেলেছেন স্টার্ক। ২০১৪ আসরে ১৪ ম্যাচ খেলে তার উইকেট ছিল ১৪টি। তারপর ২০১৫ আসরে ১৩ ম্যাচ খেলে ২০টি উইকেট নেন তিনি। ২০১৮ আইপিএলে নাম দিলেও চোটের কারণে খেলতে পারেননি তিনি। আইপিএলের আগমুহূর্তে স্টার্ককে চাপের কথাও মনে করিয়ে দেন গাভাস্কার।


তিনি আরও বলেন, '১৪ ম্যাচের অন্তত ৪টিতে ম্যাচ জেতানো স্পেল তাকে করতেই হবে এবং গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে করতে হবে। যেমন মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এই দলগুলির বিপক্ষে। কারণ এই তিন দলের ব্যাটিং লাইন আপ শীর্ষ মানের। এই দলগুলোকে সে গুঁড়িয়ে দিতে পারলে তখন বলা যাবে, এই টাকাটা কাজে লেগেছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball