ভারতের বিপক্ষে বাকি ৩ টেস্টেও নেই লিচ

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
হাঁটুর চোট থেকে সেরে উঠতে না পারায় ভারতের বিপক্ষে ইংল্যান্ডের বাকি টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন জ্যাক লিচ। এক বিবৃতিতে এমনটা জানিয়েছে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
হায়দরাবাদে প্রথম টেস্টের প্রথম দিনে বাম হাঁটুতে ফিল্ডিংয়ের সময় চোট পান এই বাঁহাতি স্পিনার। ফিল্ডিংয়ে ডাইভ দিয়ে একটি বাউন্ডারি আটকাতে গিয়ে মাটির সঙ্গে ধাক্কা লাগে তার। তারপর দ্বিতীয় দিন সকালে চোট আরও বেড়ে যায় তার।

সেই টেস্টে অবশ্য রয়েসয়ে বোলিং করতে দেখা যায় লিচকে। যদিও টম হার্টলি এবং জো রুটরা দায়িত্ব নিয়ে বোলিং করায় তাকে সেভাবে বোলিং করতে হয়নি। হার্টলির দারুণ বোলিংয়ে সেই ম্যাচ জিতে যায় সফরকারি ইংল্যান্ড।
তারপরের ম্যাচে অবশ্য খেলা হয়নি লিচের। ইনজুরির কারণে ছিটকে যান তিনি। প্রাথমিকভাবে আশা করা হয়েছিল সিরিজের ১০ দিনের বিরতিতে সুস্থ হয়ে উঠবেন লিচ। রাজকোটে তৃতীয় টেস্টে লিচ ফিরবেন এমনটাই ধরে নেয়া হচ্ছিল।
যদিও আবুধাবিতে (যেখানে ইংল্যান্ড দল বর্তমানে রয়েছে) আরও মূল্যায়নের পরে লিচ আরও চিকিৎসার জন্য দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যার কারণে শেষ তিনটি টেস্ট মিস করবেন এই স্পিনার।
ইংল্যান্ড দল থেকে নিশ্চিত করা হয়েছে যে তারা লিচের বিকল্প ডাকবেন না। ইংল্যান্ড দলে বাকি স্পিনাররা হলেন রেহান আহমেদ, টম হার্টলি এবং শোয়েব বশির। এ ছাড়া রয়েছেন দলের একমাত্র অলরাউন্ডার জো রুট।