ইংল্যান্ডের বিপক্ষে বাকি ৩ টেস্টেও নেই কোহলি

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের বাকি তিন টেস্টেইংল্যান্ডেরর স্কোয়াড করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ব্যক্তিগত কারণে সিরিজের বাকি ম্যাচগুলোতে খেলবেন না বিরাট কোহলি। তার সিদ্ধান্তের ওপর পূর্ণ সমর্থন জানিয়েছে বিসিসিআই।
বিসিসিআইয়ের ওয়েবসাইটে প্রকাশিত স্কোয়াডের নিচে ‘নোট’-এ বলা হয়েছে, ‘ব্যক্তিগত কারণে সিরিজের বাকি সময়ে পাওয়া যাবে না বিরাট কোহলিকে। বোর্ড কোহলির সিদ্ধান্তকে সম্মানের সঙ্গে পূর্ণ সমর্থন জানাচ্ছে।’

এদিকে দুঃসংবাদ আরও আছে ভারতীয় দলের। চোটের কারণে বাকি তিন টেস্টের এই ১৭ সদস্যের স্কোয়াডে জায়গা পাননি শ্রেয়াস আইয়ার। বর্তমানে বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে পুনর্বাসনে আছেন তিনি।
ইনজুরি থাকার পরও বাকি তিনটি ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে রাখা হয়েছে রবীন্দ্র জাদেজা এবং লোকেশ রাহুলকে। যদিও ফিটনেস সাপেক্ষে বিসিসিআইয়ের মেডিকেল দলের ছাড়পত্র দেয়ার ওপর এই দুজনের খেলা নির্ভর করছে।
এদিকে প্রথমবারের মতো ভারতের টেস্ট দলে ডাক পেয়েছেন পেসার আকাশ দীপ। রাজকোটে আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট। চতুর্থ টেস্ট শুরু হবে ২৩ ফেব্রুয়ারি, ভেন্যু রাঁচি। তারপর ধর্মশালায় সিরিজের পঞ্চম ও শেষ টেস্টটি আগামী ৭ মার্চ শুরু হবে। সিরিজে ১-১ ব্যবধানে সমতায় আছে ভারত ও ইংল্যান্ড।
ভারতের টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরাহ, ইয়াশভি জায়সাওয়াল, শুভমান গিল, লোকেশ রাহুল, রজত পতিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল, কে এস ভারত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার ও আকাশ দীপ