promotional_ad

অস্ট্রেলিয়ার টেস্ট দলে ফিরলেন নেসার

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সবশেষে ২০২২ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলতে নেমেছিলেন মাইকেল নেসার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেটা ছিলো তার দ্বিতীয় টেস্ট। এরপর থেকেই দলের বাইরে আছেন তিনি। অবশেষে ডাক পেলেন নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্টে সিরিজে। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ঘোষিত ১৪ জনের দলে আছেন এই পেসার অলরাউন্ডার।


promotional_ad

নিউজিল্যান্ডের মাটিতে ৮ বছর পর টেস্টে খেলতে যাচ্ছে অজিরা। সেখানে কন্ডিশনের কথা বিবেচনা করেই নেসারকে দলে ভেড়িয়েছে দলটি। ২০২১ সালের ডিসেম্বরে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হয়েছিল নেসারের। দুই টেস্টে এখন পর্যন্ত ৭ উইকেট নিয়েছেন এই বোলিং অলরাউন্ডার।


দলের বাইরে থাকলেও এই সময় ঘরোয়া ক্রিকেট পারফরম্যান্স করেছেন নেসার। এখন পর্যন্ত ১০৩টি প্রথম শ্রেণিতে ৩৫৭ উইকেট নিয়েছেন তিনি। তার ধারাবাহিক পারফরম্যান্স মুগ্ধ হয়েই তাকে ফেরানো হয়েছে বলে জানান দলটির প্রাধান নির্বাচক জর্জ বেইলি।


নেসারকে দলে নেয়ার ব্যাপারে বেইলি জানান, ‘দীর্ঘদিন ধরে ধারাবাহিক পারফরম্যান্স এবং আমরা যে কন্ডিশন প্রত্যাশা করছি, এসবের ভিত্তিতে মাইকেল নেসারকে আরেকটি সুযোগ পেতে দেখে ভালো লাগছে। আমরা ভিন্ন ধরনের বোলারদের কথা ভেবেছি।'

অবশ্য সবশেষ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ডাক পেয়েছিলেন নেসার। জোশ হ্যাজেলউড চোটের কারণে ছিটকে গেলে সুযোগ আসে তার। অবশ্য একাদশে জায়গা হয়নি। নিউজিল্যান্ড সিরিজেও তার দলে থাকা নিয়ে সন্দেহ রয়েছে, কারণ অজিদের হয়ে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউডদের সুযোগ পাওয়ার সম্ভাবনাই বেশি। 

মূলত ব্যাকআপ হিসেবেই দলের সঙ্গে দেখা যেতে পারে নেসারকে। যেখানে তার সঙ্গে আছেন স্কট বোল্যান্ড। ওয়েলিংটনে দুই ম্যাচ টেস্ট সিরিজটি শুরু হবে ২৯ ফেব্রুয়ারি। দ্বিতীয় ম্যাচ ৮ মার্চ ক্রাইস্টচার্চে অনুষ্টিত হবে। 

অস্ট্রেলিয়ার টেস্ট দল:
প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, উসমান খাজা, মার্নাস ল্যাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, মাইকেল নেসার, ম্যাথু রেনশ, স্টিভ স্মিথ ও মিচেল স্টার্ক। 






আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball