কুমিল্লার হয়ে বিপিএল খেলবেন গেস্ট

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের মৌসুম খেলতে বাংলাদেশ আসছেন ব্রুক গেস্ট। এবারই প্রথম বিপিএল খেলতে আসছেন তিনি। এক বিবৃতিতে ইংল্যান্ডের এই উইকেটকিপার ব্যাটারের আসার খবর নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
ইংল্যান্ডের জন্মগ্রহণ করলেও অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন গেস্ট। ২০১৬ সালে বাংলাদেশে হওয়া যুব বিশ্বকাপে অস্ট্রেলিয়ার স্কোয়াডেও ছিলেন তিনি। তবে নিরাপত্তার ইস্যু দেখিয়ে সেবার যুব বিশ্বকাপ খেলেনি অজিরা। এরপর ইংল্যান্ডের হয়ে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখতে শুরু করেন তিনি।

সেই স্বপ্ন বাস্তবায়নে ২০১৭ সালে উইকেটকিপার হিসেবে ল্যাঙ্কাশায়ারে যোগ দেন ২৬ বছর বয়সি এই ক্রিকেটার। ২০১৮ সালের শেষদিকে চ্যাম্পিয়নশিপে অভিষেক হয় তার। সেবার সাউদাম্পটনের বিপক্ষে জয় পাওয়ার পরও রেলিগেটেড হয়ে যায় ল্যাঙ্কাশায়ার। এরপর দুই বছরের চুক্তিতে ডার্বিশায়ারে যোগ দেন ডানহাতি এই উইকেটকিপার ব্যাটার।
হার্ভে হোসেন দ্রুতই অবসর নেয়ার পর ডার্বিশায়ারের প্রথম পছন্দের উইকেটকিপার হিসেবে নিজের জায়গা পোক্ত করেন গেস্ট। চ্যাম্পিয়নশিপের ২০২২ মৌসুমে ৯০০ এর বেশি রান করেছিলেন তিনি। ২০২১ সালের সেপ্টেম্বরে লেস্টারশায়ারের বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরির দেখা পান গেস্ট।
এখন পর্যন্ত ৪৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ২ হাজার ১৮৯ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। ৫ হাফ সেঞ্চুরির সঙ্গে করেছেন ৭টি সেঞ্চুরি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৪ ম্যাচ খেলা গেস্টের রান ৬৭৪। যেখানে ৫টি হাফ সেঞ্চুরি করলেও নেই কোনো সেঞ্চুরি। ২০ ওভারের ক্রিকেটে ১৩৭.৭৭ স্ট্রাইক রেটে ৬২০ রান করেছেন।
এদিকে অনাপত্তি পত্রের সময় শেষ হয়ে যায় বিপিএল থেকে দেশে ফিরেছেন মোহাম্মদ রিজওয়ান, খুশদিল শাহ এবং আমের জামালরা। এদিকে তাদের অভাব পূরণে উইল জ্যাকসকে দলে ভিড়িয়েছে কুমিল্লা। নতুন করে তাদের ডেরায় যোগ দিয়েছেন গেস্ট। এসএ২০ শেষ হলে যোগ দিতে পারেন মঈন আলীও।