promotional_ad

চাচা-ভাতিজার ব্যাটে ঘুরে দাঁড়াল আফগানিস্তান

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কলম্বো টেস্টে আফগানিস্তানের প্রথম ইনিংসেই দেখা গেছে চাচা-ভাতিজা জুটি। যদিও সেই জুটির স্থায়িত্ব ছিল মাত্র ২ বল। ম্যাচের দ্বিতীয় বলেই আউট হয়ে ফিরেছিলেন ইব্রাহিম জাদরান। চাচা নূর আলী জাদরান অবশ্য ৩১ রান করে আউট হয়েছিলেন। আফগানিস্তান প্রথম ইনিংসে অল আউট হয়েছিল ১৯৮ রানে।


কে জানত চাচা-ভাতিজার জুটিই দ্বিতীয় ইনিংসে সফরকারীদের পথ দেখাবে। এই দুজনের ব্যাটেই নিজেদের দ্বিতীয় ইনিংসে উদ্বোধনী জুটিতে শতরান দেখেছে আফগানিস্তান। আর তাতেই ১ উইকেট হারিয়ে ১৯৯ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে আফগানরা। শ্রীলঙ্কার চেয়ে ৪২ রানে পিছিয়ে থেকে তারা দিন শেষ করেছে।


promotional_ad

নূর আলী ১৩৬ বলে ৪৭ রান করে আউট হয়েছেন। তবে ইব্রাহীম তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তিনি অপরাজিত আছেন ১০১ রান করে। শেষ বিকেলে তাকে দারুণ সঙ্গ দিয়েছেন রহমত শাহ। হাফ সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকা এই ব্যাটার অপরাজিত আছেন ৪৬ রান নিয়ে।


ইব্রাহীম ও রহমতের জুটি অবিচ্ছিন্ন আছে ৯৩ রানে। এর আগে অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দীনেশ চান্দিমালের সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ৪১০ রান নিয়ে দিন শুরু করেছিল শ্রীলঙ্কা। তৃতীয় দিন সকালেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় আফগানিস্তান।


মাত্র ৮ ওভারে ২৯ রান যোগ করেই বাকি ৪ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। এর মধ্যে অভিষিক্ত পেসার নাভিদ জাদরানই নিয়েছেন ২ উইকেট। আফগান এই পেসার ৮৩ রানে ৪ উইকেট নিয়েছেন প্রথম ইনিংসে। একটি উইকেট নিয়েছেন নিজাদ মাসুদ।


নাভিদের বাউন্সারে বল হেলমেটে আঘাত হানলে আহত হয়ে মাঠ ছেড়েছেন শ্রীলঙ্কার হয়ে অভিষিক্ত চামিকা গুনাসেকারা। এরপর তিনি মাঠ ছাড়লে শ্রীলঙ্কার ইনিংস থামে ৪৩৯ রানে। অবশ্য কনকাশন সাব হয়ে তার বদলি হিসেবে বোলিং করেছেন কাসুন রাজিথা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball