promotional_ad

বিসিবির প্রস্তাব ফিরিয়ে দিলেন হেরাথ

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


গত বছরের ডিসেম্বরে রঙ্গনা হেরাথের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি শেষ হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে। এরপর কয়েক দফায় আলোচনার পরও লঙ্কান এই স্পিন কিংবদন্তির মন গলাতে ব্যর্থ হয়েছে বিসিবি। তিনি আর বাংলাদেশের স্পিন কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন না।


বিসিবির দেয়া শর্ত তার পছন্দ হয়নি লঙ্কান এই কিংবদন্তি স্পিনারের। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন বিসিবির প্রস্তাব গ্রহণ করেননি হেরাথ। লঙ্কান এই কোচের সঙ্গে আলোচনা চলায় এতদিন স্পিন কোচের জন্য বিজ্ঞাপন দেয়নি বিসিবি। অতি শ্রীঘ্রই বিজ্ঞাপন দেয়া হবে বলে জানিয়েছেন বিসিবির এই কর্মকর্তা।


promotional_ad

এ প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, 'হেরাথ আমাদের সাথে আর নেই। হেরাথকে আমরা যে অফার দিয়েছিলাম সেটা সে গ্রহণ করেনি। হেরাথের অধ্যায়টা শেষ। আমাদের প্রস্তাব তার মন মতো না হওয়াতে তার সঙ্গে আমাদের আর যোগাযোগ নেই।'


তিনি আরও যোগ করেন, 'স্পিন বোলিং কোচের বিজ্ঞাপন আমরা পরে করেছি। সেই সময় আমরা স্পিন বোলিং কোচের বিজ্ঞাপন দিইনি। বিজ্ঞাপন দিইনি কারণ হেরাথের সঙ্গে তখন আমাদের আলাপ চলছিল।'


অ্যালেন ডোনাল্ড পেস বোলিং কোচের দায়িত্ব ছাড়ার পর কোরি কলিমোরকে অন্তর্বর্তীকালিন কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল বিসিবি। তবে টাইগারদের জন্য নতুন একজন পেস বোলিং কোচ খুঁজছে বিসিবি। এ ছাড়া ব্যাটিং কোচ, স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচও খুঁজছে বিসিবি। এই প্রক্রিয়া অনেকদূর এগিয়েছে।


এরই মধ্যে নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন, জালাল ইউনুস, নিজামউদ্দিন চৌধুরি এবং ডেভিড ‍মুরকে নিয়ে একটি কমিটিও দেয়া হয়েছে যারা নতুন কোচ নিয়োগের ব্যাপারটি তত্ত্বাবধান করছেন। আগামী ৬ ফেব্রুয়ারি তাদের সাক্ষাৎকার নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।


জালাল ইউনুস বলেন, 'আমরা কিছু বিজ্ঞাপন দিয়েছিলাম, আপনাদের আগেও বলেছি। আমরা প্রক্রিয়ার মাঝে আছি, আজকেও (গতকাল) আমরা বসেছিলাম। শর্ট লিস্ট করেছি, মিটিং ছিল।আমাদের একটা কমিটি আছে নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন, আমি, সিইও এবং ডেভিড ‍মুর। আরও কয়েকজনের শর্ট লিস্ট করেছি আমরা। খুব শীঘ্রই তাদের সাক্ষাৎকার নিচ্ছি। শর্ট লিস্টে যারা আছে তাদের আমরা ৬ তারিখে সাক্ষাৎকার নেব, অনলাইনে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball