ভারত সিরিজ শেষ কোয়েটজের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পিএসএলকে ‘বুড়ো আঙুল’ দেখিয়ে আইপিএলে খেলবেন বশ
৮ মার্চ ২৫
ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টের আগে বড় ধাক্কা খেয়েছে সাউথ আফ্রিকা। ইনজুরির কারণে কেপটাউন টেস্ট থেকে ছিটকে গেছেন দলটির ফাস্ট বোলার জেরাল্ড কোয়েটজে। আজ (৩০ ডিসেম্বর) ক্রিকেট সাউথ আফ্রিকা একটি আনুষ্ঠানিক বিবৃতিতে এমনটা জানিয়েছে।
সুপারস্পোর্ট পার্কে প্রথম টেস্টের সময় পেলভিক ইনজুরির কারণে কোয়েটজে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচটি মিস করবেন। এর আগে টেম্বা বাভুমাও দল থেকে হ্যামস্ট্রিং চোটের কারণে ছিটকে গিয়েছিলেন।

সিরিজের প্রথম টেস্টে অসাধারণ বোলিং করেছিলেন কোয়েটজে। ১৬ ওভার বল করে ৭৪ রান দিয়ে একটি উইকেট নিয়েছিলেন তিনি। তার বোলিং-এর গতিতে অস্বস্তিতে ছিল ভারতীয় ব্যাটাররা। কেবল মোহম্মদ সিরাজের উইকেটই নিয়েছিলেন তিনি।
আর দ্বিতীয় ইনিংসে কোয়েটজে মাত্র ৫ ওভার বল করেছিলেন। এই ইনিংসে অবশ্য ২৮ রান খরচ করে কোনও উইকেট শিকার করতে পারেননি তিনি। এদিকে বোর্ড এখনও কোনও বদলির নামও ঘোষণা করেনি।
সাউথ আফ্রিকার স্কোয়াডে অবশ্য অতিরিক্ত দুই পেসার আছেন। তারা হলেন লুঙ্গি এনগিদি এবং উইয়ান মাল্ডার। এনগিদি অবশ্য প্রথম টেস্টে ইনজুরির কারণে খেলতে পারেননি।
সেঞ্চুরিয়নে সাউথ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট ইনিংস ও ৩২ রানে জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। ৩ জানুয়ারি কেপটাউনে শুরু হবে দ্বিতীয় টেস্ট। নিয়মিত অধিনায়ক বাভুমা এই টেস্টে না থাকায় তার বদলে অধিনায়কত্ব করতে দেখা যাবে ডিন এলগারকে।