মেন্ডিস-থারাঙ্গাকে নিয়ে শ্রীলঙ্কার নতুন নির্বাচক কমিটি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
উপুল থারাঙ্গাকে প্রধান করে জাতীয় দলের জন্য নির্বাচক কমিটি ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। বাঁহাতি এই ব্যাটারের সঙ্গে কমিটিতে আছেন অজন্তা মেন্ডিস, ইন্ডিকা ডি সরম, থারাঙ্গা পরানাভিতানা ও দিলরুয়ান পেরেরা। দুই বছরের জন্য দায়িত্ব পেয়েছেন তারা পাঁচজন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে এসএলসি।
কিছুদিন আগে এসএলসিকে বরখাস্ত করেছিল দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। যদিও মাসখানেকের ব্যবধানে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্ডো। এমন সিদ্ধান্তের জেরে আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে পারে শ্রীলঙ্কা। যদিও এখন অবদি কিছু জানায়নি আইসিসি।

নির্বাচক কমিটির চেয়ারম্যানের দায়িত্বে থাকা থারাঙ্গা চলতি বছরের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ২০০৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হওয়া বাঁহাতি এই ব্যাটার শ্রীলঙ্কার হয়ে খেলেছেন প্রায় ১৬ বছর। নিজের সময়ে শ্রীলঙ্কার অন্যতম ভরসার নামও ছিলেন তিনি।
শ্রীলঙ্কা ও এশিয়া একাদশের হয়ে ৩১ টেস্টের পাশাপাশি ২৩৫ ওয়ানডে এবং ২৬ টি টি-টোয়েন্টি খেলেছেন থারাঙ্গা। টেস্টে ১ হাজার ৭৫৪ রান করা বাঁহাতি এই ব্যাটারের ওয়ানডে রান ৬ হাজার ৯৫১। টি-টোয়েন্টিতে ৪০৭ রান এসেছে তার ব্যাট থেকে। টি-টোয়েন্টিতে সেঞ্চুরি না থাকলেও টেস্টে তিনটি এবং ওয়ানডেতে ১৫ সেঞ্চুরি করেছেন থারাঙ্গা।
নির্বাচক কমিটিতে থাকা মেন্ডিস রহস্যময় স্পিনার হিসেবে বেশ সুনাম কুড়িয়েছিলেন। এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে মাত্র ১৩ রানে ৬ উইকেট নিয়ে বিশ্ব জুড়ে আলোচনার জন্ম দিয়েছিলেন মেন্ডিস। তবে নিজের ক্যারিয়ারটা রাঙাতে পারেনিন সেভাবে। ২০০৮ সালে অভিষেক হওয়া ডানহাতি এই স্পিনার খেলেছেন ২০০৫ সাল পর্যন্ত।
বিভিন্ন সময়ে পেরেরা, ডি সরম, পরানাভিতানাও খেলেছেন শ্রীলঙ্কার জার্সিতে। সবশেষ বিশ্বকাপে প্রত্যাশিত ফল আনতে না পারা শ্রীলঙ্কা কদিন পর খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে। সেই সিরিজ দিয়ে নিজেদের কাজে নামতে যাচ্ছেন নতুন এই পাঁচ নির্বাচক।