promotional_ad

জাপানকে উড়িয়ে দিল বাংলাদেশের যুবারা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

শ্রীলঙ্কা সফরে ফেরার আশায় তাসকিন

১ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জি

যুব এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপানকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। জাপানের দেয়া ১০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১.২ ওভারেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। বোলারদের পর ব্যাটারদের দৃঢ়তায় ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা।


মামুলি লক্ষ্য পেয়ে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। ওপেনিং জুটিতেই আশিকুর রহমান শিবলি ও জিসান আলম তোলেন ৭১ রান। জিসান ১৬ বল ২৯ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হয়েছেন। তবে মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে বাকি সময়টা দেখেশুনে খেলে বাংলাদেশকে জয়ের বন্দরে নিয়ে গেছেন শিবলি।


promotional_ad

ডানহাতি এই ব্যাটার শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৪৫ বলে ৫৫ রান করে। রিজওয়ান ৭ বলে ১০ রান করে বাংলাদেশকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। জাপানের হয়ে একমাত্র উইকেটটি পেয়েছেন চার্লস হিঞ্জ। 


এই ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি জাপান। তারা দলীয় ২৩ রানের মধ্যেই দুই উইকেট হারায়। আদিত্য ফাডকে ৮ রান করে আউট হয়ে যান। অধিনায়ক কজি আবে'র ব্যাট থেকে আসে মাত্র ৩ রান। কাজুমা কাটো আউট হয়েছেন মাত্র ১৩ রান করে।


এরপর দুই অঙ্কের কোটায় যেতে পেরেছেন কেবল কেইফার লেক। তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ১৭ রান। তারা ৪৭.১ ওভারে ৯৯ রান করে অল আউট হয়ে যায়। এই ম্যাচে বাংলাদেশের ৭ বোলার বোলিং করেছেন।


প্রত্যেকেই অন্তত একটি করে উইকেট পেয়েছেন। দুটি করে উইকেট পেয়েছেন মাহফুজুর রহমান রাব্বি ও আরিফুল ইসলাম। একটি করে উইকেট পান ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধা, রোহানাথ দ্দৌলাহ বর্ষণ, শেখ পারভেজ জীবন ও মোহাম্মদ রিজওয়ান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball