জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের যুবাদের

ছবি: বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
আশিকুর রহমান শিবলির ৭১ এবং জিসান আলমের ৪২ রানের ওপর ভরে ২২৮ রানের পুঁজি পায়। ম্যাচ জিততে বাকি কাজটা করতে হতো বোলারদের। সেটা বেশ ভালোভাবেই করেছেন মাহফুজুর রহমান রাব্বি এবং পারভেজ রহমান জীবন। তারা দুজনে মিলে সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দলের ৮ ব্যাটারকে ফিরিয়েছেন। আরব আমিরাতকে ৬১ রানে হারিয়ে জয় দিয়ে যুব এশিয়া কাপ শুরু করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
দুবাইয়ে আইসিসি একাডেমিতে মাঠে জয়ের জন্য ২২৯ রান তাড়া করতে নেমে অষ্টম ওভারে নিজেদের প্রথম উইকেট হারায় সংযুক্ত আরব আমিরাত। ইকবাল হোসেন ইমনের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিতে গিয়েছিলেন আরিয়ানশ শর্মা। ব্যাটের কানায় লেগে বল পেছনে গেলে ডানদিকে অনেকটা ঝাঁপিয়ে পড়ে দারুণ দক্ষতার সাথে বল গ্লাভসবন্দি করেন আশিকুর। আরিয়ানশকে ফিরতে হয় ২২ বলে ২২ রানের ইনিংস খেলে।
তিনে নেমে থিতু হওয়ার চেষ্টা করলেও ইনিংস বড় করতে পারেননি ধ্রুব পারাশার। চৌধুরি মোহাম্মদ রিজওয়ানের লাফিয়ে উঠা বুক বরাবর ডেলিভারিতে ফাইন লেগে খোঁচা দিতে গিয়ে টপ এজ হয়েছেন তিনি। খানিকটা দৌড়ে এসে আশিকুর ক্যাচ লুফে নিলে ৪ রানেই বিদায় নিতে হয় পারাশারকে। এরপর অবশ্য জুটি গড়ার চেষ্টা করেন আকশাত রাই এবং তানিশ সুরি। তারা দুজনে মিলে সংযুক্ত আরবকে এগিয়ে নেয়ার চেষ্টা করতে থাকেন। তাদের জুটি ভাঙেন মাহফুজুর রাব্বি।

বোলিংয়ে এসে নিজের প্রথম বলেই বাংলাদেশকে উইকেট এনে দিয়েছেন তিনি। বাঁহাতি এই স্পিনারের অফ স্টাম্পের ওপর করা ডেলিভারিতে ড্রাইভ করেছিলেন আকশাত। ব্যাট ও প্যাডের মাঝে অনেকটা ফাঁকা থাকায় সেখান দিয়ে মাহফুজুর রাব্বির বল আঘাত করে স্টাম্পে। ডানহাতি এই ব্যাটার ফেরেন ১৬ রান। এরপর মাহফুজুরের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতকে চেপে ধরেন পারভেজ।
দুই স্পিনারের কল্যাণে মাত্র ১৬৭ রানে সংযুক্ত আরব আমিরাতকে আটকে দেয় বাংলাদেশের যুবারা। শেষ দিকে মারুফ মারচেন্টের ২৫ এবং হার্দিক পাইয়ের অপরাজিত ৩০ রানের ইনিংস কেবল হারের ব্যবধান কমিয়েছে। বাংলাদেশের হয়ে চারটি করে উইকেট নিয়েছেন মাহফুজুর রাব্বি এবং পারভেজ। একটি করে উইকেট নিয়েছেন রিজওয়ান ও ইকবাল।
এর আগে ব্যাটিং করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ২২৮ রান তোলে বাংলাদেশের যুবারা। দলের হয়ে সর্বোচ্চ ৭১ রানের ইনিংস খেলেছেন আশিকুর। এ ছাড়া জিসান ৪২ এবং আরিফুল ইসলাম খেলেছেন ২২ রানের ইনিংস। সংযুক্ত আরব আমিরাতের হয়ে ৪৪ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন পারাশার।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ২২৮/১০ (৪৯.৩ ওভার) (আশিকুর ৭১, জিশান ৪২, আরিফুল ২২; পারাশার ৬/৪৪, আয়ান ২/২৯)
সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দল: ১৬৭/১০ (৪৭.৪ ওভার) (হার্দিক ৩০*, তানিশ ২৭; পারভেজ ৪/২৬, মাহফুজুর ৪/৩২)