প্রোটিয়াদের বিপক্ষেও অনিশ্চিত উইলিয়ামসন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে ফিরলেন মিলনে-হেনরি, নেই উইলিয়ামসন
২৭ জুন ২৫
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সর্বশেষ আসরে পায়ের চোটে পড়েছিলেন কেন উইলিয়ামসন। এর ফলে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। বিশ্বকাপেও তার খেলা নিয়ে শঙ্কা ছিল। তবে সব শঙ্কা কাটিয়ে দলের সঙ্গে ভারতে এলেও প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি এই কিউই ব্যাটার। তারপর বাংলাদেশের বিপক্ষে খেলে আবারও ইনজুরিতে পড়ে দুই সপ্তাহের জন্য ছিটকে যান তিনি। এবার জানা গেল, সবকিছু ঠিক থাকলে সাউথ আফ্রিকার বিপক্ষেই মাঠে নামতে দেখা যাবে তাকে।
আগামী ১ নভেম্বর সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। সেই ম্যাচের আগে আরও দুদিন অনুশীলন করবেন উইলিয়ামসন। পুরোপুরি ফিট হলেই কেবল তাকে ম্যাচ খেলার সবুজ সংকেত দেবেন গ্যারি স্টেড।

কিউইদের হেড কোচ বলেন, 'গতকাল প্রথমবারের মতো উইলিয়ামসন খেলেছে। এটা আমাদের প্রেরণা দিচ্ছে। সে হালকা সময় ধরে খেলেছে, আগামীকালও সে অনুশীলন করবে। ম্যাচ খেলার জন্য সে পুরোপুরি ফিট কিনা সেটা আমরা আগামী দুদিনের অনুশীলন দেখলে বলতে পারব।'
বিশ্রামে মার্করাম-রাবাদা, টি-টোয়েন্টি অধিনায়ক ডাসেন
২৬ জুন ২৫
গত ১৩ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে ফিরেই ১০৭ বলে ৭৮ রান করে নিউজিল্যান্ডের জয়ে বড় অবদান রাখেন উইলিয়ামসন। অবশ্য সেই ম্যাচেই পুনরায় দুঃসংবাদ পান নিউজিল্যান্ড অধিনায়ক। এই ইনিংস খেলার পথেই শর্ট মিড উইকেট থেকে নাজমুল হোসেন শান্তর ছোড়া একটি বলে আঘাত পান তিনি।
শান্তর ছোড়া বলটি নন স্ট্রাইক প্রান্তে দৌড়ে আসা উইলিয়ামসনের বাম হাতের বৃদ্ধাঙ্গুলিতে লাগে। সঙ্গে সঙ্গেই ফিজিওর দ্বারস্থ হতে হয়েছে তাকে। সে সময় তাকে ব্যথায় কাৎরাতে দেখা যায়। হাতে ব্যান্ডেজ দিলেও ব্যথার কারণে ৩৯তম ওভারের মাঝ পথে মাঠ ছাড়েন উইলিয়ামসন।
ম্যাচের পরই তার স্ক্যান করানো হয়। স্ক্যানেও দুঃসংবাদ পান তিনি। তার বুড়ো আঙুলের হাড়ে চিড় ধরা পড়ে। এ কারণে চলতি মাসে আর মাঠে দেখা যাবে না উইলিয়ামসনকে। ফিরতে পারেন সাউথ আফ্রিকার বিপক্ষে।