promotional_ad

বাবরদের ফিটনেস নিয়ে শঙ্কিত ওয়াসিম আকরাম

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট

৬ ফেব্রুয়ারি ২৫
২০২৩ বিশ্বকাপের পর এবার ওয়ানডে একাদশে ফিরলেন জো রুট, ফাইল ফটো

বিশ্বকাপে পাকিস্তানের শুরুটা ছিল দুর্দান্ত। নেদারল্যান্ডসের পর শ্রীলঙ্কার বিপক্ষেও বড় রান তাড়া করে দারুণ জয় তুলে নিয়েছিল বাবর আজমের দল। যদিও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে তারা ৭ উইকেটে হেরেছে।


এমন হারের পর পাকিস্তানের ক্রিকেটারদের এক হাত নিয়েছেন ওয়াসিম আকরাম। সাবেক এই পেসার মনে করেন পাকিস্তানের ক্রিকেটারদের ম্যাচ খেলার মতো ফিটনেসই নেই। তারা কোনো ফিটনেস টেস্ট ছাড়াই বিশ্বকাপের মতো টুর্নামেন্টে খেলতে গেছেন বলে অভিযোগ করেছেন এই কিংবদন্তি পেসার।


promotional_ad

ওয়াসিম বলেন, 'আমি এই খেলোয়াড়দের ফিটনেস নিয়ে শঙ্কিত। বর্তমানে তাদের কোনো ফিটনেস টেস্ট নেই। মিসবাহ যখন কোচ এবং নির্বাচক ছিল তখন ইয়ো ইয়ো টেস্ট ও অন্যান্য টেস্ট হতো। একজন পেশাদার ক্রিকেটার হিসেবে প্রতি মাসে অন্তুত একবার ফিটনেস টেস্টের মধ্যে দিয়ে যাওয়া উচিত। আপনি যদি এটা না করেন তাহলে হারতেই হবে।'


আরো পড়ুন

এশিয়া কাপ নিয়ে অবস্থান স্পষ্ট করতে ভারতকে এসিসির চিঠি

২২ ঘন্টা আগে
বাবর আজম ও রোহিত শর্মা, আইসিসি

গত কিছুদিন ধরেই নানা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রমিজ রাজা পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার পর নাজাম শেঠি বেশ কিছুদিন দেশটির ক্রিকেট বোর্ডের প্রধানের দায়িত্ব পালন করেছেন। সরকারের পালা বদলে পিসিবির চেয়ারম্যান এখন জাকা আশরাফ।


এর প্রভাব পড়েছে ক্রিকেটারদের মধ্যেও। এমনটাই ধারণা ওয়াসিমের। ভারতের বিপক্ষে আগে ব্যাটিং করে দারুণ শুরু করেছিল পাকিস্তান। ২ উইকেটে তুলে নিয়েছিল ১৫৪ রান। যদিও এরপর নাটকীয় ধসে পাকিস্তান অল আউট হয়ে যায় ১৯১ রানে। পাকিস্তানের এই বিপর্যয়কে হতাশাজনক বলছেন সাবেক এই পেসার।


তিনি বলেন, 'পিসিবি গত তিন বছরে তিনজন চেয়ারম্যান দেখেছে। এটা দলের সদস্যদের মধ্যে ভয় ধরিয়ে দিয়েছে এবং ম্যানেজমেন্টও জানে না তারা পরবর্তী সিরিজে দলের সঙ্গে থাকবে কিনা। ২ উইকেটে ১৫৪ থেকে ১৯১ রানে অল আউট খুবই, খুবই হতাশাজনক।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball