promotional_ad

বাবর নন, পাকিস্তানের অধিনায়ক হিসেবে আফ্রিদিকে চান মালিক

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এশিয়া কাপ নিয়ে অবস্থান স্পষ্ট করতে ভারতকে এসিসির চিঠি

২২ ঘন্টা আগে
বাবর আজম ও রোহিত শর্মা, আইসিসি

বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে সমালোচনা চলছে বেশ লম্বা সময় ধরেই। পাকিস্তানের সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ, ভারতের গ্রেট সুনীল গাভাষ্কার এর আগেও বাবরের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। এবার বিশ্বকাপে ভারতের বিপক্ষে ভরাডুবির পর আরেক পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক জানিয়ে দিলেন, বাবারের বদলে শাহীন শাহ আফ্রিদিকে অধিনায়ক হিসেবে দেখতে চান তিনি।


চলতি বিশ্বকাপে নেদারল্যান্ডের বিপক্ষে ৮১ রানের জয় দিয়ে আসর শুরু করে পাকিস্তান। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে দলটি হোঁচট খেতে নিয়েছিল। তবে আব্দুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ানের জোড়া সেঞ্চুরিতে বিশ্বকাপের রেকর্ড রান তাড়া করে জয় পায় পাকিস্তান। তবে ভারতের বিপক্ষে শেষ রক্ষটা আর হয়নি বাবরের।


promotional_ad

এদিন ১৫৫ রানের পর মাত্র ৩৬ রান তুলতেই ৮ উইকেট হারিয়ে বসে পাকিস্তান। এরপর আফ্রিদি, রউফদের তুলো ধুনো করে ৭ উইকেটের জয় পায় ভারত। ফলে আবারও কাঠগড়ায় দাঁড় করানো হয় বাবরকে। ফলে মালিক বাবরের ভূমিকা, কৌশল ও ক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এমনকি তিনি বাবরের বদলিও দেখতে চান।


আরো পড়ুন

বিগ ব্যাশ মাতাবেন আফ্রিদি-রিজওয়ানসহ পাকিস্তানের ৬ ক্রিকেটার

১৯ জুন ২৫
বিগ ব্যাশ মাতাবেন আফ্রিদি-রিজওয়ানসহ পাকিস্তানের ৬ ক্রিকেটার, ফাইল ফটো

একটি টিভি অনুষ্ঠানে বাবর বলেন, 'আমি আগেও বলেছিলাম যে বাবর আজমের অধিনায়কত্ব ছেড়ে দেয়া উচিত। এটা আমার ব্যক্তিগত মতামত। বাবর অধিনায়ক হিসেবে আউট অফ দ্য বক্স ভাবেন না। তিনি অধিনায়কত্ব করছেন কিন্তু (দলে) কোনও উন্নতি আসছে না।'


শুধু তাই নয় ৪১ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার পরামর্শ দিয়েছেন যে বাবর আজম যদি অধিনায়কত্ব ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয়। তাহলে তিনি অধিনায়ক হিসেবে আফ্রিদিকে দেখতে চান। রঙিন জার্সিতে তাকেই অধিনায়ক চান মালিক। আফ্রিদি এর আগে লাহোর কালান্দার্সকে নেতৃত্ব দিয়েছিলেন।


মালিক আরও বলেন, 'বাবর আজম পদত্যাগ করলে শাহীন আফ্রিদির (পাকিস্তানের) সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্ব করা উচিত। তিনি লাহোর কালান্দার্সের হয়ে আক্রমণাত্মক অধিনায়কত্ব করেছেন আগেও।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball