promotional_ad

মিঠুনের সেঞ্চুরিতে খুলনার ৪০০ রানের জয়, ম্যাচসেরা সৌম্য

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

গাজী ক্রিকেটার্সকে হারিয়ে আবাহনীর সাতে ছয়

২১ মার্চ ২৫
আবাহনীর জয়ে ৭৬ রানের ইনিংস খেলেছেন মোহাম্মদ মিঠুন, ক্রিকফ্রেঞ্জি

আল আমিন হোসেনকে সঙ্গে নিয়ে রাজশাহীকে মাত্র ৮১ রানে গুটিয়ে দিয়েছিলেন সৌম্য সরকার। এরপর ব্যাটিংয়ে নেমে পেয়েছেন হাফ সেঞ্চুরি। খুলনাকে জেতাতে বাকি কাজটা সেরেছেন মোহাম্মদ মিঠুন। অভিজ্ঞ এই ব্যাটারের সেঞ্চুরির পর বোলারদের দাপটে রাজশাহীকে ৪০০ রানের বড় ব্যবধানে হারিয়েছে খুলনা।


রাজশাহী স্টেডিয়ামে আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মিঠুন ৮৩ ও আফিফ হোসেন ১৭ রানে নিয়ে ব্যাট করতে নামেন। এদিন আফিফ মাত্র ১২ রান যোগ করে মোহর শেখের বলে ক্যাচ দিয়ে ফেরেন। তবে অন্যদিকে থাকা মিঠুন তুলে নেন প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের পঞ্চম সেঞ্চুরি। এরপর তাকে সঙ্গ দিতে থাকেন নুরুল হাসান সোহান।


শুরু থেকেই ওয়ানডে মেজাজে ব্যাটিং করতে থাকেন তিনি। এসময় এক ছক্কা ও দুই চারের সাহায্যে ৩০ রান করে ফেরেন ডানহাতি এই উইকেটকিপার ব্যাটার। তাইজুল ইসলামের বলে ক্যাচ আউট হয়েই ৩৩৪ রানে ৫ উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করে খুলনা। ফলে চার ছক্কা ও ১২ চারে সাজানো ইনিংসে ১৪৯ বলে ১২৫ রান করেই অপরাজিত থাকেন মিঠুন।


৫৪২ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি রাজশাহীর। জিয়াউর রহমান ও আল আমিনের বোলিংয়ের তোপের মুখে ৩১ রানেই চার উইকেট হারিয়ে বসে তারা। ওপেনার মিজানুর রহমানকে ৮, জুনায়েদ সিদ্দিকী ৭, ফরহাদ হোসেন ১৫। এদিকে রানের খাতা না খুলেই সাজঘরে ফিরেছেন সাব্বির রহমান।


promotional_ad

এরপর দলের হাল ধরার চেষ্টা করেন মিডল অর্ডারের দুই ব্যাটার মেহরব হোসেন ও শাখির হোসেন। তবে দলীয় ৫৭ রানে সৌম্যর শিকার হয়ে ১১ রান করে ফেরেন শাখির। পরের ওভারে সানজামুল ইসলাম ফেরেন মাত্র এক রান করে। ১৮ রান করা মেহরবও ফেরেন নাহিদুল ইসলামের বলে। এরপর তাইজুল ইসলামের ১৯, মোহরের ২৩ ও শফিকুল ইসলামের ৩৭ রান শুধুমাত্র পরাজয়ের ব্যবধান কমিয়েছে।


আরো পড়ুন

সৌম্যর ১৫৩* রানের পর রূপগঞ্জের বিশাল জয়

২৩ এপ্রিল ২৫
তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার, ক্রিকফ্রেঞ্জি

এদিন বল হাতে খুলনার সব বোলারই পেয়েছেন উইকেটের দেখা। আল আমিন, জিয়াউর ও নাহিদ নিয়েছে দুটি করে উইকেট। এছাড়া আব্দুল হালিম, সৌম্য, আফিফ ও আরিদুল ইসলাম আকাশ নিয়েছেন একটি করে উইকেট। খুলনা অবশ্য প্রথম ইনিংসেই জয়ের আভাস পেয়েছিল।


আফিফ, মিঠুনের হাফ সেঞ্চুরিতে ২৮৮ রান তুলতে সক্ষম হয় দলটি। জবাবে রাজশাহী ব্যাটিংয়ে নামলেও বল হাতে দাপট দেখান সৌম্য ও আল আমিন। তাদের বোলিং তাণ্ডবে মাত্র ৮৮ রানেই ঘুটিয়ে যায় রাজশাহী। ফলে দ্বিতীয় ইনিংসে ৫৪১ রানের পাহাড়সম লক্ষ্য ছুঁড়ে দেয় খুলনা।


সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে):


খুলনা (প্রথম ইনিংস)- ২৮৮/১০ (৭২.৪ ওভার) (আফিফ ৬৩; মিঠুন ৫৬; মোহর ৩/৫৬)


রাজশাহী (প্রথম ইনিংস)- ৮১/১০ (২৭.৫ ওভার) (জুনায়েদ ২৫, মেহরব ২২; সৌম্য ৪/৭, আল আমিন ৪/২১)


খুলনা (দ্বিতীয় ইনিংস)- ৩৩৪/৫ (৭৬.১ ওভার) (মিঠুন ১২৫*; বিজয় ৫৯)


রাজশাহী (দ্বিতীয় ইনিংস)- ১৪১/১০ (৩৮ ওভার) (শফিকুল ইসলাম ৩৭; মোহর ২৩)

ফলাফল: খুলনা ৪০০ রানে জয়ী


ম্যাচসেরা: সৌম্য সরকার



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball