promotional_ad

চাহালকে নেয়ার জন্য পেসার বাদ দিতে রাজি নন রোহিত

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাবরের পছন্দের সেরা একাদশে রোহিত-সূর্যকুমার, নেই কোহলি

১৭ মে ২৫
রোহিত শর্মা, বাবর আজম, বিরাট কোহলি

ভারতের এশিয়া কাপের স্কোয়াডে দুই স্পিন বোলিং অলরাউন্ডারের সঙ্গে একজন বাঁহাতি রিস্ট স্পিনার। তবে ১৭ জনের দলে নেই কোনো অফ স্পিনার। জায়গা মেলেনি লেগ স্পিনার যুবেন্দ্র চাহালেরও। অভিজ্ঞ এই স্পিনারের বাদ পড়ার ব্যাখ্যা দিতে গিয়ে রোহিত শর্মা জানান, চাহালকে নিতে হলে একজন পেসারকে বাদ দিতে হতো। সেটা করতে একদমই রাজি নন ভারতের অধিনায়ক।


এক সময় ভারতের সীমিত ওভারের দলে নিয়মিত ছিলেন চাহাল। স্কোয়াডে থাকা বেশিরভাগ ম্যাচেই খেলার সুযোগ মিলেছে তার। তবে বছরখানেক হলো বদলে গেছে সব দৃশ্যপট। স্কোয়াডে থাকলেও একাদশে সুযোগ মিলছে না তার। সবশেষ ১২ মাসে ২২ ওয়ানডে খেলেছে ভারত। যেখানে চাহাল খেলেছেন মোটে ৫ ম্যাচ।


চলতি বছর ১২ ওয়ানডে খেললেও চাহালের জায়গা হয়েছে দুটি ম্যাচে। শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের সঙ্গে একটি করে ম্যাচ খেলেছেন ভারতের হয়ে ৭২ ওয়ানডেতে ১২১ উইকেট নেয়া ডানহাতি এই লেগ স্পিনার। সবশেষ অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজে একটি ম্যাচেও খেলার সুযোগ মেলেনি তার।


promotional_ad

অক্টোবরে বিশ্বকাপ হলেও সেই বিবেচনায় যে তিনি নেই সেই সেটা একেবারে স্পষ্ট। সেটা আরও খোলাসা হয়েছে এশিয়া কাপের স্কোয়াডে। রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব থাকলেও রাখা হয়নি চাহালকে। রোহিত জানিয়েছেন, চাহালকে ১৭ জনের দলে রাখতে হলে তাদের একজন পেসারকে বাদ দিতে হতো। পেসারদের গুরুত্বের কথা ভেবে সেটা করতে চায় না তারা।


আরো পড়ুন

চাহালের হ্যাটট্রিকের পর আইয়ারের ব্যাটে জিতল পাঞ্জাব

১ মে ২৫
হাফ সেঞ্চুরির পথে শ্রেয়াস আইয়ার, আইপিএল

এ প্রসঙ্গে রোহিত বলেন, ‘আমরা একজন অফ স্পিনারের কথাও ভেবেছিলাম। যেখানে রবিনচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দরের মতো স্পিনার আছে। কিন্তু আপনি দেখুন চাহালও বাদ পড়েছে কারণ আমরা শুধু ১৭ জন ক্রিকেটারকে নিতে পারব। একজন পেসার যদি কম নেয়া যেত তাহলে আমরা তাকে নিতে পারতাম, এটাই একমাত্র উপায়।’


‘আমরা সেটা করতে পারব না কারণ আগামী দুই মাসে পেসাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে। তাদের মাঝে কয়েকজন অনেকটা লম্বা সময় পর ইনজুরি কাটিয়ে ফিরেছে। আমরা তাদের ভালোভাবে দেখভাল করতে চাই। তাদের খেলিয়ে দেখতে চাই কোন অবস্থায় আছে।’


চাহালের মতো এশিয়া কাপের দলে জায়গা হয়নি রবিচন্দ্রন অশ্বিন এবং ওয়াশিংটন সুন্দরের। রিজার্ভ হিসেবে গেলেও ১৭ জনের তালিকায় নেই সাঞ্জু স্যামসন। তবে তাদের কারও দরজাই বন্ধ দেখছেন না রোহিত। ভারতের অধিনায়ক মনে করেন, কাউকে প্রয়োজন হলেই দলে নেয়া হবে।


এ প্রসঙ্গে রোহিত বলেন, ‘আমি এটা বলছি যে কারও জন্য দরজা বন্ধ হয়ে যায়নি। যে কেউ যেকোনো সময় দলে আসতে পারে। আমরা যদি মনে করি যে আমাদের চাহালকে বিশ্বকাপের জন্য প্রয়োজন তাহলে আমরা চেষ্টা করে দেখবে কিভাবে তাকে দলে নিতে পারি। ওয়াশি (ওয়াশিংটন) অথবা অশ্বিনের জন্যও একই কথা।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball