ইংল্যান্ডের হয়ে আর্চারের ক্যারিয়ার শেষ: পিটারসেন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দিল্লির মেন্টর পিটারসেন

২৭ ফেব্রুয়ারি ২৫
প্রথমবারের মতো আইপিএলে কোচিং করাবেন কেভিন পিটারসেন

ইংল্যান্ড জাতীয় দলের হয়ে জোফরা আর্চারের ক্যারিয়ার শেষ বলে মনে করছেন কেভিন পিটারসেন। মূলত বেশি ইনজুরিপ্রবণ পেসার হওয়ায় জাতীয় দলে তার আর কোনও ভবিষ্যৎ দেখছেন না ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক।


গত ২ এপ্রিল এবারের আইপিএলে নিজের প্রথম ম্যাচ খেলেন আর্চার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলা ম্যাচটিতে কোনো উইকেট না নিয়ে ৩৩ রান খরচা করেন তিনি। এরপর অবশ্য মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে পরবর্তী চার ম্যাচে খেলতে দেখা যায়নি তাকে।


promotional_ad

মূলত ইনজুরি থেকে ফেরার পর শতভাগ ফিট না থাকার কারণেই খেলতে পারেননি তিনি। আর ওই সময়ে বেলজিয়ামে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেন আর্চার। সেখান থেকে আইপিএলে ফিরে আরও চার ম্যাচ খেললেও নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি।


আরো পড়ুন

সিরাজের দুর্ভাগ্যজনক আউট, ভারতকে হতাশ করে লর্ডসে জিতল ইংল্যান্ড

১৩ ঘন্টা আগে
সিরাজের দুর্ভাগ্যজনক আউটে কপাল পুড়ল ভারতের

মাত্র দুটি উইকেট নিয়েছেন এই ইংলিশ পেসার। এই বছর ক্রিকেটে ফেরার আগে দেড় বছর ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন তিনি। এরই মধ্যে জানা গেছে, বাৎসরিক চুক্তির জন্যে তাকে প্রস্তাব দিয়েছে আইপিএলে তার দল মুম্বাই ফ্র্যাঞ্চাইজি। সবকিছু মিলিয়ে জাতীয় দলের হয়ে আর্চারের ক্যারিয়ারের শেষ দেখছেন পিটারসেন।


তিনি বলেন, 'জোফরাকে নিয়ে আমি কিছুটা হতাশ। অবশ্যই হতাশ। আমি মনে করি ইংল্যান্ডের হয়ে তার ক্যারিয়ার শেষ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাৎসরিক চুক্তির যে প্রস্তাবটির কথা চলছে, আমি সেটা জানি। এখন সেই চুক্তিতে যাওয়াই জোফরার জন্য শ্রেয়। ছয় মাস সময় লাগবে সুস্থ হতে। অল্প কিছু টুর্নামেন্টে সে খেলবে। বছরের অল্প কয়েক মাসেই সে বোলিং করবে। এভাবেই সে ভালো অর্থ উপার্জন করবে। ক্রিকেটার হিসেবে তার ক্যারিয়ারও থাকবে।'


যদিও এতে আর্চারের কোনও দোষ দেখছেন না পিটারসেন। ইংল্যান্ডের ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটারের মতে, ইনজুরিপ্রবণ হওয়ায় কোনও ফ্যাঞ্চাইজি সঙ্গে বাৎসরিক চুক্তিতে যেতেই পারেন আর্চার।


তিনি আরও বলেন, 'আমার মনে হয় তার আর লঙ্গার ফরম্যাটে খেলার সুযোগ নেই। আমার মনে হয় ইংলিশ ক্রিকেট তাকে হারিয়ে ফেলছে। এটা তার দোষ নয়। সে খুবই ইনজুরিপ্রবণ। সে ইংল্যান্ডের হয়ে খেলতে ভালোবাসতো, এটাই তার স্বপ্ন ছিল। কিন্তু এটা সম্ভবত শেষ। তার এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনোনিবেশ করা উচিত। তবে সবকিছুর আগে তার ফিট হতে হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball