আইপিএল ধারাভাষ্যে অভিষেক হচ্ছে ক্যালিস-ফিঞ্চের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ফিঞ্চের কাছে রিশাদকে প্রশংসায় ভাসিয়েছেন পন্টিং

২১ জুন ২৫
ফাইল ছবি

আগামী ৩১ মার্চ শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর। ইতোমধ্যেই প্রকাশ করা হয়েছে আইপিএলের ধারাভাষ্যকারদের নাম। প্রথমবারের মতো এবারের আইপিএলে ধারাভাষ্য দিতে দেখা যাবে জ্যাক ক্যালিস এবং অ্যারন ফিঞ্চকে।


ভারত এবং অস্ট্রেলিয়ার চলমান ওয়ানডে সিরিজে ধারাভাষ্য দিচ্ছেন কয়েকদিন আগে অস্ট্রেলিয়ার ওয়ানডে থেকে অবসর নেয়া ফিঞ্চ। এবার 'মিলিয়ন ডলার টুর্নামেন্ট' খ্যাত আইপিএলেও ধারাভাষ্য দেবেন তিনি।


promotional_ad

এদিকে খেলোয়াড়ি জীবনের শেষ দিকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন ক্যালিস। এরপর দলটির কোচও হয়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে এবারই প্রথম আইপিএলে ধারাভাষ্যকার হিসেবে নাম লেখাবেন এই সাউথ আফ্রিকান।


ফিঞ্চ, ক্যালিস ছাড়াও আইপিএলে ধারাভাষ্য দিতে দেখা যাবে সুনীল গাভাস্কার, কেভিন পিটারসেন, ড্যানি মরিসন, ডেভিড হাসি, ইমরান তাহির, ম্যাথু হেইডেন এবং পল কলিংউডকে। এ ছাড়া টম মুডি, ড্যানিয়েল ভেটরি এবং সাইমন ক্যাটিচের মতো আইপিএলের সাবেক কোচদের এবার দেখা যাবে ধারাভাষ্য কক্ষে।


আইপিএলের ধারাভাষ্য কক্ষে এবার অভিষেক হতে যাচ্ছে ইউসুফ পাঠানেরও। তবে ইংরেজি নয়, হিন্দি ভাষায় ধারাভাষ্য দিতে দেখা যাবে সানরাইজার্স হায়দরাবাদ, কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালসের সাবেক এই ক্রিকেটারকে।


হিন্দি ধারাভাষ্যে অভিষেক হতে যাচ্ছে চেন্নাই সুপার কিংসের সাবেক ওপেনার মুরালি বিজয়েরও। হিন্দিতে তাদের সঙ্গে ধারাভাষ্য দেবেন বিরেন্দর শেবাগ, হরভজন সিং, ইরফান পাঠান, সঞ্জয় মাঞ্জরেকার, লক্ষ্মীপতি বালাজি এবং এস রমেশরা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball