সাউদি-লাথাম-কনওয়ে'র প্রতিরোধের পরও পিছিয়ে নিউজিল্যান্ড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

হেনরি-কনওয়ের সৌজন্যে সহজ জয় পেল নিউজিল্যান্ড

১৭ ঘন্টা আগে
ডেভন কনওয়ে (বামে) ও রাচিন রবীন্দ্র (ডানে), ফাইল ফটো

আগের দিনই শেষ হওয়ার পথে ছিল নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। ম্যাচের প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ৪৩৫ রানের চাপ নিতে পারেনি তারা। কিউইরা প্রথম ইনিংসে থামে ২০৯ রান করে। ফলো-অনে নেমে দ্বিতীয় ইনিংসে দলটি করেছে তিন উইকেটে ২০২ রান। হাফ সেঞ্চুরি করে আউট হয়েছেন দুই ওপেনার টম লাথাম এবং ডেভন কনওয়ে। কিউইরা পিছিয়ে আছে ২৪ রানে।


ফলো-অনে পড়ে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতেই ১৪৯ রান তোলে নিউজিল্যান্ড। ১৫৫ বলে ৬১ রান তুলে জ্যাক লিচের শিকার হয়ে মাঠ ছাড়েন কনওয়ে। লিচের টার্ন এবং বাউন্স বুঝতে পারেননি এই ওপেনার। শর্ট লেগে অলি পোপকে ক্যাচ তুলে দেন তিনি।


এর দুই ওভার পর ফিরে যান লাথামও। পার্ট-টাইম স্পিনে তার উইকেটটি নেন জো রুট। ১৭২ বলে ৮৩ রান করা লাথামকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন তিনি। লাথামের ইনিংসে ছিল ১১টি চারের মার।


দলীয় ১৬৭ রানের মধ্যে উইল ইয়ংয়ের উইকেটও হারায় নিউজিল্যান্ড। ২৩ বলে ৮ রান করা ইয়ংকে বোল্ড করেন লিচ। বাকি সময়টা নিরাপদেই পার করেন কেন উইলিয়ামসন এবং হেনরি নিকোলস।


promotional_ad

৮১ বল খেলে ২৫ রানে অপরাজিত আছেন উইলিয়ামসন। অপরদিকে ৭০ বল খেলে ১৮ রানে ব্যাটিংয়ে আছেন নিকোলস।


আরো পড়ুন

ম্যানচেস্টারে ‘ব্যাটার’ পান্তকে না খেলানোর পরামর্শ শাস্ত্রীর

১৮ জুলাই ২৫
লর্ডস টেস্টের সময় আঙুলের চোটে পড়েছেনঋষভ পান্ত

এর আগে অধিনায়ক টিম সাউদির ঝড়ো ব্যাটিংয়ে নিজেদের প্রথম ইনিংসের অবশিষ্ট ব্যাটিং শুরু করে কিউইরা। আগের দিন ২৩ রানে অপরাজিত থাকা সাউদি এ দিন ৭৩ রানে থামেন।


৪৯ বলে খেলা তার এই ইনিংসে ছিল পাঁচটি চার ও ছয়টি ছক্কার মার। এ ছাড়া টম ব্লান্ডেলের ব্যাটে আসে ৭৯ বলে ৩৮ রান। প্রথম ইনিংসে জো রুটের অপরাজিত ১৫৩ এবং হ্যারি ব্রুকের ১৮৬ রানের সুবাদে ৪৩৫ রান তুলে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড।


তৃতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর-


ইংল্যান্ড (প্রথম ইনিংস)- ৪৩৫/৮ ডিঃ (৮৭.১ ওভার) (রুট ১৫৩, ব্রুক ১৮৬, স্টোকস ২৭; হ্যানরি ৪/১০০, ব্রেসওয়েল ২/৫৪)


নিউজিল্যান্ড (প্রথম ইনিংস)- ২০৯/১০ (৫৩.২ ওভার) (সাউদি ৭৩, ব্লান্ডেল ৩৮, লাথাম ৩৫, নিকোলস ৩০; ব্রড ৪/৬১, অ্যান্ডারসন ৩/৩৭)।


নিউজিল্যান্ড (দ্বিতীয় ইনিংস)- ২০২/৩ (৮৩ ওভার) (লাথাম ৮৩, কনওয়ে ৬১; লিচ ২/৫৯)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball