বাংলাদেশ সফর থেকে ছিটকে গেলেন অ্যাবেল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আর্শদীপের চোট, ভারতীয় দলে ডাক পেলেন চেন্নাইয়ের পেসার

২ ঘন্টা আগে
আনশুল কাম্বোজের উইকেট উদযাপন, ফাইল ফটো

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ততায় বাংলাদেশ সফরে আসছেন না অ্যালেক্স হেলস-স্যাম বিলিংসরা। সেসময় পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলবেন তারা দুজন। হেলস ও বিলিংসের অনুপস্থিতিতে বাংলাদেশ সফরে ডাক পেয়েছিলেন টম অ্যাবেল। 


সব ঠিক থাকলে বাংলাদেশে জাতীয় দলের হয়ে অভিষেকও হয়ে যেতো এই অলরাউন্ডারের। তবে চোটের কারণে জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর অপেক্ষা বাড়ছে অ্যাবেলের। সাইড স্ট্রেইনের চোটের কারণে বাংলাদেশ সফর থেকে ছিটকে গেছেন তিনি।


promotional_ad

এখন পর্যন্ত অ্যাবেলের বদলি ঘোষণা করেনি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে সুযোগ না পেলে বাংলাদেশে আসতে পারেন উইল জ্যাকস। ২০২২ বিপিএলে চট্টগ্রামের হয়ে ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন তিনি।


এমনিতেও ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে ছিলেন জ্যাকস। এদিকে চোটের কারণে বাংলাদেশ সফরের ইংল্যান্ড দলে নেই লিয়াম লিভিংস্টোন ও জনি বেয়ারস্টো। আইপিএলের আগে মাঠে ফেরা হচ্ছে না লিভিংস্টোনের। তবে টেস্ট মাতিয়ে বাংলাদেশ সফরের দলে ডাক পেয়েছেন স্পিনার রেহান আহমেদ।


তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে আসছে ইংল্যান্ড। ২০১৬ সালের পর এবারই প্রথম বাংলাদেশে আসছেন জস বাটলাররা। ১ মার্চ মিরপুরে হবে সিরিজের প্রথম ওয়ানডে।


একই মাঠে পরের ম্যাচটি হবে ৩ মার্চ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে ৬ মার্চ, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। একই ভেন্যুতে ৯ মার্চ হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ১২ ও ১৪ মার্চ মিরপুরে হবে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball