রংপুরে খেলবেন বিলিংস

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রিশাদের অনবদ্য পারফরম্যান্স দেখে বিলিংসের মনে পড়ছে রশিদকে
১৬ এপ্রিল ২৫
রংপুর রাইডার্সের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বাকি অংশে খেলবেন স্যাম বিলিংস। ইংল্যান্ডের এই উইকেটকিপার ব্যাটার আজ রাতের ফ্লাইটে ঢাকার উদ্দ্যেশে রওনা দেবেন। ক্রিকফ্রেঞ্জিকে এ তথ্য নিশ্চিত করেছে রংপুরের মিডিয়া ম্যানেজার।
এই ইংলিশ উইকেটকিপার ব্যাটার গত কয়েকদিন ধরেই ব্যাস্ত সময় পার করেছেন ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএলটি টোয়েন্টি)। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এই ফ্র্যাঞ্চাইজি লিগে ডেজার্ট ভাইপার্সের হয়ে খেলেছেন তিনি।

আসরের শুরু দিকে তিনি খুব একটা সুবিধা করতে না পারলেও শেষ দিকে এসে নিয়মিত রান পেয়েছেন। আইএল টি-টোয়েন্টিতে নিজের সর্বশেষ পাঁচ ম্যাচে ৩৩ গড়ে করেছেন ১৬৫ রান। যেখানে এক হাফ সেঞ্চুরিসহ সবগুলো ইনিংসেই কমপক্ষে ২০ রান করেছেন তিনি।
বাংলাদেশকে হারানোর পরিকল্পনায় পাকিস্তানের ভরসা বিপিএল খেলা ক্রিকেটাররা
২৩ ঘন্টা আগে
আর পুরো আসর মিলিয়ে ১২ ম্যাচে প্রায় ৩২ গড়ে করেছেন ২৮৫ রান। আসরের শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় নবম স্থানে আছেন এই উইকেটকিপার ব্যাটার।
এর আগে রহমানুল্লাহ গুরবাজ এবং নাভিন উল হককেও আসরের মাঝ পথে দলে ভিড়িয়েছে রংপুর। তাছাড়া লঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকাও প্লে অফে খেলতে এসেছেন।