দুই দেশের হয়ে সেঞ্চুরি করে ব্যালেন্সের ইতিহাস

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ভারতকে বেশি অর্থ দিয়ে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজকে বঞ্চিত করছে আইসিসি, দাবি ভনের

৭ ঘন্টা আগে
মাইকেল ভন, বাংলাদেশ দল

ত্যাগনারায়ণ চন্দরপলের ডাবল এবং ক্রেইগ ব্র্যাথওয়েটের সেঞ্চুরির জবাব বেশ ভালোভাবেই দিয়েছে জিম্বাবুয়ে। গ্যারি ব্যালেন্সের সেঞ্চুরি এবং ইনোসেন্ট কাইয়ার ও ব্রেন্ডন মাভুতার হাফ সেঞ্চুরিতে বুলাওয়ে টেস্টের চতুর্থ দিনে ৯ উইকেটে ৩৭৯ রান করে ইনিংস ঘোষণা করেছে তারা। জবাবে ৬৮ রানে এগিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ দিনের সমাপ্তি ঘটিয়েছে বিনা উইকেটে ২১ রান করে। সবমিলিয়ে দলটির লিড ৮৯ রানের।


তিন উইকেটে ১১৪ রান নিয়ে চতুর্থ দিনের সূচনা করে জিম্বাবুয়ে। দলটিকে বেশিক্ষণ টানতে পারেননি আগের দিন হাফ সেঞ্চুরি করে অপরাজিত থাকা কাইয়া। ব্যক্তিগত ৬৭ রানে আলজারি জোসেফের বলে এলবিডব্লিউ হন তিনি।


তারপর দ্রুত সময়ের মধ্যে তাফাদজা শিগা (২) ও ব্র্যাড ইভান্সের (৭) উইকেট হারায় দলটি। মধ্যাহ্নভোজ বিরতির আগে ফিরে যান ৭৬ বল খেলে ১৫ রান করা ওয়েলিংটন মাসাকাদজাও।


১৯২ রানে তখন ৭ উইকেট নেই স্বাগতিকদের। আর তখনই হাল ধরেন ব্যালেন্স ও মাভুতা। সপ্তম উইকেটে দুজনের ব্যাটে আসে ১৩৫ রানের জুটি। নিজ জন্মভূমি জিম্বাবুয়ের হয়ে সাদা পোশাকে প্রথমবার খেলতে নেমে ব্যালেন্স করেন অপরাজিত ১৩৭ রান। ২৩১ বলে খেলা ইনিংসটিতে ছিল দুটি ছক্কা ও ১২টি চারের মার।


promotional_ad

জিম্বাবুয়ের হয়ে অভিষেকে এটিই সর্বোচ্চ রানের ইনিংস। এছাড়া ভিন্ন দুটি দেশের হয়ে টেস্টে সেঞ্চুরি করা ইতিহাসের দ্বিতীয় ব্যাটারও বনে যান ব্যালেন্স। এর আগে অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার হয়ে খেলা কেপলার ওয়েসেলস দুই দেশের হয়ে টেস্ট সেঞ্চুরি করেছিলেন।


আরো পড়ুন

হেনরি-কনওয়ের সৌজন্যে সহজ জয় পেল নিউজিল্যান্ড

১৯ জুলাই ২৫
ডেভন কনওয়ে (বামে) ও রাচিন রবীন্দ্র (ডানে), ফাইল ফটো

ইংল্যান্ডের পর এবার ব্যালেন্স সেঞ্চুরি করলেন জিম্বাবুয়ের হয়ে। সবমিলিয়ে টেস্ট ক্যারিয়ারে এটা তার পঞ্চম সেঞ্চুরি। এর আগে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত ইংল্যান্ডের হয়ে খেলে ২৩ টেস্টে চারটি সেঞ্চুরি করেছিলেন তিনি।


ব্যালেন্সকে সঙ্গ দেয়া মাভুতা ১৩২ বলে নয়টি চারে ৫৬ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৭৫ রান খরচায় তিন উইকেট নেন আলজারি জোসেফ। দুটি করে উইকেট নেন গুড়াকেশ মতি ও জেসন হোল্ডার। দ্বিতীয় ইনিংসে ক্যারিবিয়ানদের হয়ে ক্রেইগ ব্র্যাথওয়েট ১১ এবং ত্যাগনারায়ণ চন্দরপল ১০ রানে অপরাজিত আছেন।


চতুর্থ দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:


ওয়েস্ট ইন্ডিজ (১ম ইনিংস)- ৪৪৭/৬ (১৪৩ ওভার) (ইনিংস ঘোষণা) (চন্দরপল ২০৭*, ব্র্যাথওয়েট ১৮২; মাভুতা ৫/১৪০)।


জিম্বাবুয়ে (১ম ইনিংস)- ৩৭৯/৯ (১২৫ ওভার) (ইনিংস ঘোষণা) (কাইয়া ৫৯, ব্যালেন্স ১৩৭*, মাভুতা ৫৬; জোসেফ ৩/৭৫)।


ওয়েস্ট ইন্ডিজ (২য় ইনিংস)- ২১/০ (১৩ ওভার) (ব্র্যাথওয়েট ১১*, চন্দরপল ১০*; এনাউচি ০/৪)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball