আবারও বাংলাদেশের কোচ হাতুরুসিংহে

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘ওরা হয়ত মানিয়ে নিতে পারেনি’ হেসনের সমালোচনার জবাবে ইমন

৩ ঘন্টা আগে
অপরাজিত ৫৬ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন পারভেজ হোসেন ইমন, ক্রিকফ্রেঞ্জি

গত কয়েক সপ্তাহ ধরেই বাংলাদেশের ক্রিকেটে বেশ আলোচিত নাম চন্ডিকা হাতুরুসিংহে। তার কারণ, বাতাসে গুঞ্জন ছিল প্রধান কোচ হিসেবে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন তিনি। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হয়েছে।


আগামী দুই বছরের জন্য তিন ফরম্যাটের ক্রিকেটেই বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন এই লঙ্কান, এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।


promotional_ad

তিনি বলেন, 'আমরা হাতুরুসিংহেকে ৩ ফরম্যাটের কোচ হিসেবে নিয়োগ দিয়েছি। অন্তত ২ বছর সে জাতীয় দলের সাথে কাজ করবে।'


এর আগেও বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন হাতুরু। তাই এই পদে দ্বিতীয়বারের মতো দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। গত ২০১৪ সালের মে মাসে প্রথমবারের মতো বাংলাদেশের কোচের দায়িত্ব পেয়েছিলেন তিনি। প্রথম মেয়াদে তিনি স্থায়ী হয়েছিলেন প্রায় ৩ বছর।


এদিকে সর্বশেষ সাদা এবং লাল বলে ভিন্ন ভিন্ন প্রধান কোচের তত্ত্বে ছিল বিসিবি। তবে এবার সেখানেও এসেছে পরিবর্তন। মূলত হাতুরুর চাওয়াতেই আবারও তিন ফরম্যাটের ক্রিকেটে একই কোচের তত্ত্বে ফিরে যাচ্ছে বাংলাদেশ। সেক্ষেত্রে অবশ্য একজন সহকারী কোচ নিয়োগ দেবে বিসিবি।


এ প্রসঙ্গে পাপন বলেন, 'আমরা একজন সহকারী কোচও নিয়োগ দিব,  এই তালিকায় ৫জন আছে। এর মাঝে উপমহাদেশের ৩জন। তারা ২৫ তারিখের মাঝে দেশে এসে সাক্ষাৎকার দিবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball