আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বছরান্তর ভেন্যু বাড়িয়ে হোম-অ্যাওয়ে বিপিএলের পথে হাঁটতে চায় বিসিবি

১৩ ঘন্টা আগে
বিসিবি

নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজের জন্য দেশ ছাড়ার আগে মিরপুরে অনুশীলন করার কথা ছিল বাংলাদেশ দলের। তবে টানা বৃষ্টির কারণে সেই অনুশীলন ব্যহত হচ্ছে। তাই নিউজিল্যান্ডের বিমানে উঠার আগে সংযুক্ত আরব আমিরাতে ক্যাম্প করবে বাংলাদেশ দল।


আরব আমিরাতে স্বাগতিকদের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলারও সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (১৫ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।


promotional_ad

২২ সেপ্টেম্বর দুবাইয়ের উদ্দ্যেশ্যে দেশ ছাড়ার কথা সাকিব আল হাসানের দলের। দুবাইতে সপ্তাহ খানেকের ক্যাম্প করবে টাইগাররা। যেখানে গতকাল ঘোষিত বিশ্বকাপ স্কোয়াডের সদস্য ছাড়াও থাকবেন স্ট্যান্ড বাই ক্রিকেটাররা।


নিজাম উদ্দিন বলেন, ‘যেহেতু আমাদের এখানে অনুশীলনের জন্য আবহাওয়া সাপোর্ট করছিল না আমাদের, সে জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম। সহযোগী কিছু দেশের সঙ্গে আমরা আলোচনা করেছি। আমরা একটা ক্যাম্প বা প্রস্তুতি সেশন যাই বলেন না কেন, সেটা আরব আমিরাতে আয়োজন করব। ওদের জাতীয় দলের সঙ্গে আমাদের দুটো ম্যাচ হবে। কথাবার্তা হচ্ছে আমাদের। সে মোতাবেকই আমরা আগাচ্ছি।’


আরব আমিরাতে ক্যাম্পকালে দুবাই স্পোর্টস সিটির সব ধরনের সুযোগ সুবিধা ব্যবহার করবে বাংলাদেশ। ম্যাচ দুইটি মাঠে গড়াতে পারে ২৫-২৭ সেপ্টেম্বর। এরপর ২৮ সেপ্টেম্বর দেশে ফিরবে দল। আর ৩০ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে।


বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘আমাদের ২২ তারিখে যাওয়ার বিষয়ে একটা পরিকল্পনা রয়েছে। ২২ থেকে ২৮ তারিখ পর্যন্ত। ২৮ তারিখ আমরা খুব সম্ভবত ব্যাক করব। এই সময়ের ভেতর আমাদের অনুশীলন ও দুটো প্র্যাকটিস ম্যাচ হওয়ার কথা রয়েছে। সেভাবেই আমরা আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করছি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball