করোনায় আক্রান্ত শচীন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শেবাগকে বাদ দিয়েছিলেন ধোনি, ক্যারিয়ার বাঁচান শচীন
১৫ আগস্ট ২৫
করোনায় আক্রান্ত হয়েছেন শচীন টেন্ডুলকার। শনিবার (২৭ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে কোভিড-১৯ পজেটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের সাবেক এই ব্যাটসম্যান। তবে ??াঁর মাঝে করোনার হালকা লক্ষণ রয়েছে বলে জানান তিনি।
সাবেক এই কিংবদন্তি ক্রিকেটার করোনায় আক্রান্ত হলেও তাঁর পরিবারের বাকি সদস্যদের ফলাফল নেতিবাচক এসেছে। করোনা পজেটিভ হওয়ার পরই পরিবার থেকে বিচ্ছন্ন হয়ে আইসোলেশনে রয়েছেন এবং সকল প্রকার প্রটোকল মেনে চলছেন।

পরপর দুইদিনে ২ ম্যাচ নিয়ে সিমন্সের অসন্তোষ
২৮ মিনিট আগে
— Sachin Tendulkar (@sachin_rt) March 27, 2021
এক বিবৃতিতে শচীন বলেন, ‘আমি নিজেকে পরীক্ষা করিয়েছি এবং তা দমিয়ে রাখার জন্য আমি সকল প্রকার সাবধানতা অবলম্বন করছি। তবে হালকা লক্ষণ নিয়ে আমি আজ করোনা পজেটিভ হয়েছি। আমার বাড়ির অন্য সব ব্যক্তিরা নেগেটিভ হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমার ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় সকল প্রোটোকল অনুসরণ করছি এবং বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছি। আমি সকল স্বাস্থ্য সেবায় নিয়োজিতদের ধন্যবাদ দিতে চাই যারা আমাকে এবং সারাদেশের আরও অনেককে সহায়তা করছেন।’
সম্প্রতি ভারতে অনুষ্ঠিত রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে অংশগ্রহণ করেছিলেন তিনি। যেখানে ইন্ডিয়া লিজেন্ডসকে নেতৃত্ব দেয়ার পাশাপাশি দলকে শিরোপাও জিতিয়েছেন তিনি।
এ ছাড়া পুরো টুর্নামেন্ট জুড়ে ব্যাট হাতেও বেশ ছন্দে ছিলেন তিনি। যেখানে দুই হাফ সেঞ্চুরির সঙ্গে ৭ ম্যাচে করেছেন ২৩৩ রান। সর্বোচ্চ ৬৫ রানের একটি ইনিংস রয়েছে তাঁর।