ইউসুফ পাঠানের অলরাউন্ড নৈপূণ্যে ইন্ডিয়া লিজেন্ডসের শিরোপা জয়

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশের বিপক্ষে বুমরাহকে বিশ্রাম দেবে না ভারত

৬ ঘন্টা আগে
জসপ্রিত বুমরাহ, ফাইল ছবি

যুবরাজ সিংয়ের হাফ সেঞ্চুরির পর ইউসুফ পাঠানের ৩৬ বলে অপরাজিত ৬২ রানের ইনিংসের সুবাদে বড় সংগ্রহ পায় ইন্ডিয়া লিজেন্ডস। ব্যাটিংয়ে ঝলক দেখানোর পর বল হাতেও ২ উইকেট নিয়েছেন ইউসুফ। ফলে শ্রীলঙ্কা লিজেন্ডসকে ১৪ রানে হারিয়ে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের শিরোপা জিতলো ইন্ডিয়া লিজেন্ডস।


জয়ের জন্য ১৮২ রানের লক্ষ্যে খেলতে নেমে দলকে দুর্দান্ত শুরু এনে দেন শ্রীলঙ্কা লিজেন্ডসের দুই ওপেনার তিলকারত্নে দিলশান ও সনাথ জয়সুরিয়া। ১৮ বলে ২৩ রান করে দিলশান ফিরলে ভাঙে তাঁদের দুজনের ৬২ রানের জুটি। এদিন অবশ্য উপুল থারাঙ্গা, চামারা সিলভারা থিতু হতে পারেননি।


সিলভা ২ রানে ফেরার পর থারাঙ্গা ফিরেছেন ১৩ রান করে। দলকে পথ দেখানো জয়সুরিয়াও শেষ পর্যন্ত ফেরেন ৩৫ বলে ৪৩ রান করে। ৯১ রানে ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা যখন হারের শঙ্কায় তখন দলকে পথ দেখান চিন্থাকা জয়সিঙ্গে ও কৌশালা ওয়ারেন্ত। এই দুজনে মিলে ৬৪ রানের জুটি গড়েন।


promotional_ad

জয়সিঙ্গে খেলেন ৩০ বলে ৪০ রানের ইনিংস। আর ওয়ারেন্তে খেলেছেন ১৫ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস। তবে ইনিংসের পরও দলকে জয় এনে দিতে পারেননি তারা। শেষ পর্যন্ত ১৪ রানের হার নিয়ে ২০১১ ওয়ানডে বিশ্বকাপের মতো ভারতের কাছে শিরোপা হারাতে হলো লঙ্কানদের। ভারতের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন ইরফান পাঠান ও ইউসুফ।


এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শচীন টেন্ডুলকারের ৩০, যুবরাজের ৪১ বলে ৬০ ও ইউসুফের ৩৬ বলে ৬২ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রানের বড় সংগ্রহ পায় ইন্ডিয়া লিজেন্ডস। শ্রীলঙ্কার হয়ে একটি করে উইকেট নিয়েছেন রঙ্গনা হেরাথ, জয়সুরিয়া, পারভেজ মাহরুফ ও ওয়ারেন্তে।


সংক্ষিপ্ত স্কোর:


ইন্ডিয়া লিজেন্ডস: ১৮১/৪ (ওভার ২০) (ইউসুফ ৬২*, যুবরাজ ৬০, শচীন ৩০, হেরাথ ১/১১)


শ্রীলঙ্কা লিজেন্ডস: ১৬৭/৭ (ওভার ২০) (জয়সুরিয়া ৪৩, জয়সিঙ্গে ৪০, ওয়ারেন্তে ৩৮*, ইউসুফ ২/২৬)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball