টপ অর্ডারদের দিকে চেয়ে আছে রাজস্থান

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আইপিএলের শুরুর দুই ম্যাচে জয় পেয়ে দারুণ ছন্দে ছিল রাজস্থান রয়্যালস। দুটি ম্যাচের দলের টপ অর্ডারের কাছ থেকে বড় রান পেয়েছিল দলটি। কিন্তু শেষ তিন ম্যাচে উল্টো চিত্র দেখা গেছে রাজস্থান শিবিরে। 


টপ অর্ডারের ব্যর্থতার পাশাপাশি, টানা তিন ম্যাচে হেরেছে ২০০৮ সালের আইপিএল চ্যাম্পিয়নরা। আর এটাকেই হারের বড় কারণ হিসেবে দেখছে জস বাটলার। মুম্বাইয়ের বিপক্ষে ইংলিশ এই ব্যাটসম্যান ৭০ করলেও, তাঁকে সঙ্গ দিতে পারেননি কেউই।


promotional_ad

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাটলার জানিয়েছেন, টপ অর্ডারের ব্যর্থতা এবং পাওয়া-প্লেতে বেশী উইকেট হারানোর ফলেই দল ভালো করতে পারছে না। এমন পরিস্থিতি হলে টি-টোয়েন্টি ম্যাচে ঘুরে দাঁড়ানো কঠিন হয় বলে মনে করছেন তিনি।


বাটলার বলেন, ‘গত তিনটি খেলায় আমরা টপ-অর্ডাররা ভালো করতে পারিনি। পাওয়ার প্লে’তে আমরা বেশ কয়েকবার তিনটি করে উইকেট হারিয়েছি। এমন অবস্থা থেকে টি-টোয়েন্টিতে আপনি খুব বেশি ম্যাচ জিততে পারবেন না।’


হারের বৃত্ত থেকে বেড়িয়ে আসতে টপ-অর্ডার ব্যাটসম্যানদের এক সঙ্গে জ্বলে উঠার বিকল্প দেখছেন না বাটলার। তার ভাষ্যমতে, ‘আমার মনে হয় আমরা সামনের দিকে এগিয়ে চলছি। একটি দল হিসেবে টপ-অর্ডারদের ভালো খেলতে হবে। আপনি যদি প্রথম কয়েকটা ম্যাচ টপ-অর্ডাররা বেশ ভালো করছিল। আপনি যখন ম্যাচে সাফল্য পাবেন তখন এটা কোন কাকতালীয় ঘটনা নয়।’


টেবিলের ৭ নম্বরে থাকা রাজস্থান ৯ অক্টোবর মুখোমুখি হবে দিল্লী ক্যাপিটালসের বিপক্ষে। ১১ তারিখ তাঁদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচ দিয়েই মাঠে ফিরবেন বেন স্টোকস। আশা করা যাচ্ছে স্টোকস ফিরলে রাজস্থানের মিডল অর্ডার আরও ভারসাম্যপূর্ণ হবে।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball