promotional_ad

হায়দরাবাদকে হেসেখেলে হারাল রোহিতের মুম্বাই

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০ ওভারে ২০৯ রানের লক্ষ্য মোটেও সহজ কিছু নয় অবশ্যই। তার উপর দলে যখন জাসপ্রিত বুমরাহ, ট্রেন্ট বোল্ট কিংবা কাইরন পোলার্ডদের মতো বিশ্বমানের বোলাররা থাকবেন তখন এই রান তাড়া করে জয় পাওয়া আরো বেশি কঠিনই বটে।


তবে কষ্টসাধ্য এই কাজটি করতে কম চেষ্টা করেননি সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। আইপিএলের ১৭তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের দেয়া বিশাল লক্ষ্যে খেলতে নেমে দারুন ব্যাটিং করেছেন এই অস্ট্রেলিয়ান ওপেনার। ২টি ছক্কা এবং ৫টি চারের সাহায্যে মাত্র ৪৪ বলে ৬০ রান করেন তিনি। কিন্তু এরপরও মুম্বাই বোলারদের দারুণ বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৪ রানে থামতে হয় হায়দরাবাদকে। ফলে ৩৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে মুম্বাই। 


ওয়ার্নার ছাড়াও এদিন দুর্দান্ত ব্যাটিং করেছেন ডানহাতি ব্যাটসম্যান মনিষ পান্ডে। একটি ছক্কা এবং ৪টি চারের সাহায্যে ১৯ বলে ৩০ রানের ইনিংস খেলেন তিনি। আরেক ওপেনার জনি বেয়ারস্টোও কম যাননি। তাঁর ব্যাট থেকে এসেছে ১৫ বলে ২৫ রানের ইনিংস। যেখানে ২টি ছক্কা এবং ২টি চার মারেন তিনি।


promotional_ad

মুম্বাইয়ের পক্ষে ৪ ওভার বোলিং করে ২৮ রান খরচায় ২ উইকেট শিকার করেন কিউই তারকা পেসার ট্রেন্ট বোল্ট। অস্ট্রেলিয়ান পেসার জেমস প্যাটিনসনও পান সমান সংখ্যক উইকেট। এছাড়া একটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া এবং জাসপ্রিত বুমরাহ। 


শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বাই দলপতি রোহিত শর্মা। এরপর খেলতে নেমে কুইন্টন ডি ককের ঝড়ো হাফ সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৮ রান সংগ্রহ করে মুম্বাই। ৩৯ বলে ৬৭ রানের অনবদ্য ইনিংস খেলেন এই প্রোটিয়া তারকা ব্যাটসম্যান। যেখানে ৪টি ছক্কা এবং ৪টি চার মারেন তিনি।   


দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেন বাঁহাতি ব্যাটসম্যান ইশান কিশান। এছাড়া সূর্যকুমার যাদব ২৭ এবং হার্দিক পান্ডিয়া ২৮ রান করেন। মুম্বাই ব্যাটসম্যানদের তান্ডবের মাঝে তেমন সুবিধা করতে পারেননি হায়দরাবাদের বোলাররা। ডানহাতি পেসার সিদ্ধার্থ কউল ২টি উইকেট পেলেও ৪ ওভারে ৬৪ রান দিয়েছেন। আরেক পেসার সন্দীপ শর্মাও ৪১ রানে নেন ২ উইকেট। 


সংক্ষিপ্ত স্কোর:


মুম্বাই ইন্ডিয়ান্স: ২০৮/৫ (২০ ওভার) (ডি কক ৬৭, কিশান ৩১; কউল ২/৬৪, সন্দীপ ২/৪১)  


সানরাইজার্স হায়দরাবাদ: ১৭৪/৭ (২০ ওভার) (ওয়ার্নার ৬০, মনিষ ৩০; বোল্ট ২/২৮, প্যাটিনস ২/২৯)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball