promotional_ad

একটি বল মিস করার জন্য তেওয়াতিয়াকে যুবরাজের ধন্যবাদ

ছবিঃ বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ছয় বলে ছয় ছক্কা হাঁকানোর রেকর্ড আছে যুবরাজ সিংয়ের। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছয়টি ছয় হাকিয়েছিলেন তিনি।


এরপর আন্তর্জাতিক টি-টোয়েন্টি বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অসংখ্য খরুচে ওভারের দেখা মিললেও ছয় বলে ছয় ছক্কা আর দেখেনি ক্রিকেট বিশ্ব। সম্প্রতি আইপিএলে এমনটা দেখার সুযোগ এসেছিল।


promotional_ad

কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ২২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেলডন কটরেলের এক ওভারে পাঁচটি ছক্কা হাঁকান রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যান রাহুল তেওয়াতিয়া।


ওয়েস্ট ইন্ডিজের এই পেসারের করা ওভারের প্রথম চার বল ও শেষ বলে ছক্কা হাকালেও পাঁচ নম্বর বলটি মিস করেন তেওয়াতিয়া। ৩১ বলে সাতটি ছক্কার সাহায্যে ৫৩ রান করে দল জেতানো তেওয়াতিয়াকে নিজের রেকর্ডের পাশে নাম না লেখানোর জন্য ধন্যবাদ জানান যুবরাজ সিং।


ভারতের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার টুইটারে লিখেন, 'না, ভাই না। একটা বল মিস করার জন্য ধন্যবাদ। অসাধারণ একটি খেলা। দারুণ জয়ের জন্য রাজস্থান রয়্যালসকে শুভকামনা। মায়াঙ্কের ইনিংসটিও দারুণ ছিল।'


এর আগে মায়াঙ্ক আগারওয়ালের সেঞ্চুরি (১০৬) ও লোকেশ রাহলের হাফ সেঞ্চুরিতে (৬৯) বড় সংগ্রহ পায় পাঞ্জাব। লক্ষ্য তাড়া করতে নেমে তেওয়াতিয়া ছাড়াও স্টিভ স্মিথ ২৭ বলে ৫০ ও সাঞ্জু স্যামসন ৪২ বলে ৮৫ রান করেন।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball