রোহিতকে সবচেয়ে বেশি ভয় পেতেন গম্ভীর

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ব্যাট হাতে বোলারদের তুলোধুনো করতে জুড়ি মেলা ভার রোহিত শর্মার। আর ফরম্যাটটি যখন টি-টোয়েন্টি তখন প্রায়শই বিধ্বংসী ভূমিকায় দেখা যায় ভারতের এই তারকা ওপেনারকে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসরেও প্রতিনিয়ত ব্যাট হাতে আতঙ্ক ছড়ান রোহিত। তাঁর বিরুদ্ধে খেলতে নামার সময় তাই একাধিক পরিকল্পনা সাজাতে হয় প্রতিপক্ষ দলের অধিনায়ককে।কলকাতা নাইট রাইডার্সের সাবেক অধিনায়ক গৌতম গম্ভীরও এর ব্যতিক্রম নন।

অধিনায়ক থাকাকালীন মুম্বাই দলপতি রোহিতকেই নাকি সবচেয়ে বেশি ভয় পেতেন গম্ভীর! সেকারণে তাঁর বিরুদ্ধে চার-পাঁচটি পরিকল্পনা সাজিয়ে রাখতেন আগে থেকেই। সম্প্রতি ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ভারতের সাবেক এই ওপেনার।
গম্ভীর বলেন, 'আমি যখন অধিনায়ক ছিলাম তখন রোহিত শর্মাকে সবার চেয়ে বেশি ভয় পেতাম। ওর বিরুদ্ধে আপনাকে সবসময় চার থেকে পাঁচটি পরিকল্পনা সাজাতে হবে। যেটা বিরাট কোহলি কিংবা এবি ডি ভিলিয়ার্সের ক্ষেত্রে প্রযোজ্য নয়।'
ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা দুই ব্যাটসম্যান বিরাট কোহলি এবং এবি ডি ভিলিয়ার্সের বিরুদ্ধেও খেলেছেন গম্ভীর। কিন্তু তাঁদেরকে সামলানোর জন্য দুটির বেশি পরিকল্পনা সাজানোর প্রয়োজন নেই বলে বিশ্বাস করেন তিনি।
গম্ভীরের ভাষ্যমতে, 'বিরাট এবং ডি ভিলিয়ার্সের বিপক্ষে আপনার শুধু দুটি পরিকল্পনা রাখলেই হবে। এবি ৩৬০ ডিগ্রীতে খেলতে পারলেও আপনি তাঁকে শর্ট বল দিয়ে পরাস্ত করতে পারেন। কারণ সে এই বলের বিপরীতে সংগ্রাম করে।
তবে রোহিতের পাশাপাশি কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক লোকেশ রাহুলের বিরুদ্ধে খেলাও অনেক কঠিন বলে মনে করেন গম্ভীর। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ৬৯ বলে ১৩২ রানের অপরাজিত ইনিংস খেলা রাহুলকে বল করা অনেকটা দুঃস্বপ্নের মতো ঠাওর হয় কলকাতার সাবেক অধিনায়কের কাছে। তাঁর বক্তব্য, 'কে এল রাহুলের বিপক্ষে বল করা দুঃস্বপ্নের মতো।'