হায়দরাবাদকে 'সচেতন' ব্যাটিংয়ের পরামর্শ রশিদ খানের

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএলের চলতি আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠ মাতাবেন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার রশিদ খান। প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে খেলবে তাঁর দল।
মাঠে নামার আগে নিজ দলের অনভিজ্ঞ মিডল অর্ডারকে সচেতন ব্যাটিংয়ের পরামর্শ দিয়েছেন আফগান অধিনায়ক। মনিশ পান্ডে, বিজয় শঙ্করের মতো কিছুটা আনকোরা ব্যাটসম্যানদের নিয়ে সাজানো হয়েছে হায়দরাবাদের মিডল অর্ডার।
সেকারণে ম্যাচের আগে রশিদের পরামর্শ, 'আমাদের বিজয়, মনিশ এবং বেশ কিছু তরুণ ক্রিকেটার আছে মিডল অর্ডারে। তাদের সবাই আক্রমণাত্মক ব্যাটিং করতে পারে। তবে কখনো কখনো বড় মাঠে আপনাকে দায়িত্বশীল ব্যাটিং করতে হবে। সুতরাং এখানে শুধু বড় ছক্কা মারলেই হবে না, খেলাটাকে শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে।'

আরব আমিরাতের মাঠে মিডল অর্ডার ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিং করারও আহ্বান জানিয়েছেন রশিদ। এমনটা করতে পারলে দিন শেষে ইতিবাচক ফলাফল নিয়ে মাঠ ছাড়তে পারবে হায়দরাবাদ বলে বিশ্বাস করেন তিনি।
রশিদ খানের ভাষ্যমতে, 'আমার মনে হয় যে দল ঠিকমতো এগুলো করতে পারবে, তারাই সফল হবে। আরব আমিরাতে এটাই হলো বড় ব্যাপার । আপনাকে মিডল অর্ডারে দায়িত্বশীল ব্যাটিং করতে হবে। আমার মতে এটা আপনাকে ইতিবাচক ফলাফল এনে দিতে সাহায্য করবে শেষ পর্যন্ত। পাওয়ার হিটাররা আপনাকে ৫০-৬০ রান দিতে পারবে শেষ পাঁচ ওভারে।'
এবারের আইপিএলেও যথারীতি সাত নম্বরে খেলবেন রশিদ। এই পজিশনে খেলার জন্য মানসিকভাবে প্রস্ততি নিয়ে রেখেছেন তিনি। শেষ তিন চার-ওভার বাকি থাকতে মাঠে নামাটাকেই নিজের জন্য আদর্শ হিসেবে দাবি করেছেন আফগান তারকা।
রশিদ বলেন, 'আমার সবসময়ই মনে হয়, শেষ তিন চার ওভারে আমি আমার শটগুলো খেলতে পারি। আমি কখন ব্যাটিংয়ে নামছি সেটা নিয়ে আমি ভাবতে চাই না। আমি কেবল এটাই ভাবি, যখন আমি নামছি, তখন কী করতে পারি। সেসময় তিন ওভার, এক ওভার অথবা এক বল বাকি থাকুক সেটা নিয়ে ভাবি না।'
প্রথম ম্যাচেই বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্সের মতো ব্যাটসম্যানের মুখোমুখি হবেন রশিদ খান। এই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন তিনি। একই সঙ্গে সানরাইজার্সের এই অলরাউন্ডারের পুরো বিষয়টিকে উপভোগ্যের বিষয় হিসেবে দেখছেন।
রশিদের ভাষ্যমতে, 'আমি কয়েক দিন আগেই সিপিএল খেলেছি। তবে আইপিএল আলাদা লিগ, আলাদা চাপ এখানে। তার উপর আপনি এবি ডি, বিরাটের মতো ব্যাটসম্যানের মুখোমুখি হবেন এখানে। আমি তাকে বিশ্বকাপ ও আইপিএলে বল করেছি। আপনাকে তার বিরুদ্ধে সেরা ডেলিভারিটাই করতে হবে। কোনো সন্দেহ নেই সে বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যানদের একজন। কিন্তু খারাপ বল করে আপনি কোনো অজুহাত দিতে পারবেন না। আমি পুরো ব্যাপারটা উপভোগ করতে চাই।'