promotional_ad

ভারতের কোভিড হিরোদের জন্য নাম বদলালেন ডি ভিলিয়ার্স!

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রায় প্রতি আসরেই ভারত সফর করেন এবি ডি ভিলিয়ার্স। সেই সুবাদে ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরি হয়েছে এই প্রোটিয়া তারকার।


তারই প্রমাণস্বরূপ দারুণ একটি কাজ করেছেন ডি ভিলিয়ার্স। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভারতের করোনা হিরোদের সম্মানার্থে নিজের নাম পরিবর্তন করে পারিতোশ পান্ত রেখেছেন তিনি।


promotional_ad

পান্ত নামের এই ব্যক্তি মূলত মুম্বাইয়ের একটি রেস্তোরার মালিক। করোনাভাইরাসের কারণে যখন গোটা দেশ লকডাউনে ছিল তখন ৩ হাজার পরিবারের খাদ্য সংস্থান করেছেন এই কোভিড 'হিরো'। 


পান্ত তথা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করা সকল মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রী খ্যাত ডি ভিলিয়ার্স। 


২০০৮ সাল থেকে আইপিএলে খেলছেন ডি ভিলিয়ার্স। শুরুতে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেললেও গত কয়েক আসর ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলছেন এই তারকা ব্যাটসম্যান।


আইপিএলে এখন পর্যন্ত ১৫৪টি ম্যাচে ৩৯.৯৫ গড়ে ৪ হাজার ৩৯৫ রান সংগ্রহ করেছেন ডি ভিলিয়ার্স। যেখানে তাঁর রয়েছে ৩টি সেঞ্চুরি এবং ৩৩টি হাফ সেঞ্চুরি।


এবার সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত আইপিএলেও নিজের সামর্থ্যের জানান দিতে মুখিয়ে আছেন তিনি। আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামবেন ডি ভিলিয়ার্স। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball