আইপিএল ক্লাসিকোতেই ১৩তম আসরের শুরু
ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
প্রতি বছর অসংখ্য ক্রিকেটভক্ত তীর্থের কাকের মতো অপেক্ষায় থাকে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দিকে। জমজমাট এক ক্রিকেট টুর্নামেন্টটি উপভোগ করতে অধীর আগ্রহে বসে থাকেন তারা। কিন্তু এবারে যেন ফুরাচ্ছিল না তাদের অপেক্ষার পালা। কেননা করোনা প্রভাব ফেলেছিল টুর্নামেন্টটিতেও।
চলতি বছরের মার্চের ২৯ তারিখ আসরটি শুরু হবার কথা থাকলেও করোনার প্রভাবে দুই দফায় পিছিয়ে দেয়া হয়েছিল আইপিএলকে। শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে যাওয়ায় ভাগ্য খুলে যায় আইপিএলের। ছয় মাস পর অবশেষে আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে টুর্নামেন্টটির ১৩তম আসর।
ভারতের করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় চলতি বছরের আসরটি অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে। এই নিয়ে দ্বিতীয়বারের মতো ভারতের বাহিরে অনুষ্ঠিত হচ্ছে টুর্নামেন্টটি।

গেল আসরের দুই ফাইনালিস্ট চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্???কার ম্যাচ দিয়ে মাঠে গড়াতে যাচ্ছে প্রায় এক মাসব্যাপী এই ক্রিকেট মহাযজ্ঞের। যেখানে শেষ হয়েছিল, করোনা বিরতি কাটিয়ে যেন সেখান থেকেই শুরু হচ্ছে ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টটি।
দুই দলের মুখোমুখি পরিসংখ্যান বিশ্লেষণ করলে সেখানে এগিয়ে রয়েছে গেল বারের শিরোপা জয়ী মুম্বাই। দুই দলের এ যাবৎ হওয়া ১৬ ম্যাচের ১০টিতেই জিতেছে মুম্বাই। আর এর ভেতর রয়েছে ২০১৩, ২০১৫, ২০১৯ সালের ফাইনাল। এখন পর্যন্ত মুম্বাইয়ের ঝুলিতে পুরা ৪টি শিরোপার তিনিটিই চেন্নাইকে হারিয়ে বাগিয়ে নিয়েছে তারা।
এদিকে উদ্বোধনী ম্যাচের পরিসংখ্যান হিসেব করলে সেক্ষেত্রে এগিয়ে রয়েছে চেন্নাই সুপার কিংস। কেননা ২০১২ সালের পর এখন পর্যন্ত আইপিএলের কোনো উদ্বোধনী ম্যাচে জয়ের দেখা পায়নি মুম্বাই।
এখন দর্শকদের অপেক্ষা করতে হবে ম্যাচের শেষ পর্যন্ত। গেল ফাইনালের প্রতিশোধ কি নেবে চেন্নাই, না আট বছরের খরা কাটাবে মুম্বাই? আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।
চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ: শেন ওয়াটসন, আম্বাতি রাইডু, ফাফ ডু প্লেসি, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উইকেটরক্ষক), কেদার যাদভ, ডোয়াইন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, পিয়ুশ চাওলা, দীপক চাহার, শার্দুল ঠাকুর এবং ইমরান তাহির।
মুম্বাইয়ের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদভ, ইশান কিশান, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, নাথান কাউল্টান নিল, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট এবং জাসপ্রিত বুমরাহ।