পন্টিংয়ের চোখে রোহিত ‘ডেঞ্জারম্যান’

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সবচেয়ে বেশি ভয়ঙ্কর হতে পারেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা- এমন মন্তব্য করেছেন মুম্বাইয়ের সাবেক অধিনায়ক ও দিল্লী ক্যাপিটালসের বর্তমান কোচ রিকি পন্টিং। আরব আমিরাতের কন্ডিশনে ব্যাট হাতে ঝড় তুলবেন রোহিত, এমনটা মনে করছেন পন্টিং।
ক্রিকেট ডট কম এইউকে পন্টিং বলেন, 'মুম্বাই ইন্ডিয়ান্সের 'ডেঞ্জারম্যান' এই আসরে ভয়ঙ্কর হতে পারে। তাদের অধিনায়ক রোহিত শর্মার কথা বলছি।
টি-টোয়েন্টি ক্রিকেটে অভিজাত ব্যাটসম্যানদের একজন। আন্তর্জাতিক ক্রিকেট বা আইপিএল- সবক্ষেত্রেই দারুণ সব রেকর্ড করেছে সে।'

১৮৮ আইপিএল ম্যাচে ৩১.৬০ গড় ও ১৩০.৮২ স্ট্রাইক রেটে ৩৬টি হাফ সেঞ্চুরিসহ চার হাজার ৮৯৮ রান করেছেন রোহিত। ৩৩ বছর বয়সী এই ব্যাটসম্যান আইপিএলের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।
এদিকে নিজের ক্রিকেট ক্যারিয়ারে বেশ কয়েকজন কোচের অধীনে খেলেছেন রোহিত। এর মধ্যে ভারতের সীমিত ওভারের ক্রিকেটের সহ অধিনায়কের চোখে সবচাইতে সেরা রিকি পন্টিং।
অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক পন্টিং ক্যারিয়ারের সায়াহ্নে আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্স দলে খেলেছেন। পরবর্তীতে দলটির উপদেষ্টা হিশেবেও কাজ করেছেন পন্টিং।
সেখানেই পন্টিংয়ের ছত্রছায়া মিলেছে রোহিতের। ২০১৩ সালের আইপিএলের মাঝপথে মুম্বাইয়ের অধিনায়কত্ব ছাড়েন পন্টিং। সেই আইপিএলের মাঝপথে অধিনায়কত্ব পেয়ে মুম্বাইকে শিরোপা জেতান রোহিত। এরপর ২০১৫, ২০১৭ ও ২০১৯ সালেও মুম্বাইকে শিরোপা এনে দেন তিনি।
কিছুদিন আগে ইন্সটাগ্রাম লাইভ ভিডিওতে কেভিন পিটারসেনের এক প্রশ্নের জবাবে রোহিত বলেছিলেন, 'আমার চোখে রিকি পন্টিং ছিল জাদুকরের মতো। তিনি যখন মুম্বাইয়ের অধিনায়ক ছিলেন তখন প্রথম ভাগের পর অধিনায়কত্ব আমার কাছে ছেড়ে দেন। তাঁর কাছ থেকে আমি অনেক কিছুই শিখেছি।'