promotional_ad

অনেকগুলো অপশন আছে আমাদেরঃ রোডস

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে ওপেনিং জুটিতে ১২০ রান, কিন্তু এর আগে টুর্নামেন্টে টাইগারদের ওপেনিংয়ে সর্বোচ্চ জুটি ছিল মাত্র ১৬। ফাইনালের জুটিতে স্বস্তি পেলেও টাইগারদের প্রধান কোচ স্টিভ রোডস বিশ্বাস করেন, সবসময় এমন শুরু সম্ভব নয়। 


কারণ প্রতিপক্ষের বোলাররাও চাইবে তাঁদের সেরাটা দিতে। তবে এ নিয়ে একদমই চিন্তিত নন এই ইংলিশম্যান। জানিয়েছেন, ভাল শুরু করার মতো অনেক ব্যাটসম্যানই এখন তাঁদের দলে রয়েছে।


promotional_ad

'ফাইনালের জুটিটা অসাধারণ ছিল, ১২০ এর মতো। আমরা সর্বদা একটা ভাল শুরু চাই, কিন্তু এটা তো সবসময় সম্ভব নয় কারণ প্রতিপক্ষের বোলাররাও মাঝে মাঝে তাঁদের কাজ দারুণভাবে করে। আমাদের হাতে অনেকগুলো অপশন রয়েছে।'


জিম্বাবুয়ের বিপক্ষে স্কোয়াডে থাকা লিটন দাস, ইমরুল কায়েস, নাজমুল হাসান শান্ত সকলেই ওপেনার হিসেবে খেলে থাকেন। এমনকি এশিয়া কাপের ফাইনালে লিটনের সাথে বাংলাদেশের হয়ে টুর্নামেন্ট সেরা জুটি গড়া মেহেদি হাসান মিরাজও রয়েছেন বাংলাদেশ দলে।


বর্তমানে মিডেল অর্ডারে ব্যাটিং করা মোহাম্মদ মিথুনও বাংলাদেশ দলের হয়ে ওপেনিং করেছিলেন। স্কোয়াডে প্রথমবারের মতো জায়গা পাওয়া ফজলে রাব্বিও জানিয়েছিলেন তিনি যে কোন পজিশনে খেলতে মানসিকভাবে প্রস্তুত রয়েছেন।


সুতরাং রোডসের দৃষ্টিকোণ থেকে এটা সত্যি যে, ওপেনারের দায়িত্ব পালনের জন্য অনেক অপশন রয়েছে বাংলাদেশ দলের। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball