ঝুলছে এশিয়া কাপের ভাগ্য

ছবি:

চলতি বছর ঘরের মাঠে এশিয়ার দল গুলোর অংশগ্রহনে এশিয়া কাপ আয়োজন করার কথা ভারতের। কিন্তু পাক-ভারত রাজনীতির কারনে এই হাই প্রোফাইল টুর্নামেন্টের ভাগ্যে কি আছে কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দাবী, এশিয়া কাপ খেলতে তাদের সরকারের পক্ষ থেকে কোন আপত্তি নেই। কিন্তু ভারতীয় বোর্ড (বিসিসিআই) এখনো সরকারের অনুমতির অপেক্ষায় আছে।
এদিকে ভারতের ক্রীড়া মন্ত্রি রাজবর্ধন সিং রাঠর সম্প্রতি এশিয়া কাপ ইস্যুতে এক প্রশ্নের জবাবে স্পষ্ট কোন জবাব দিতে পারেননি। তার ভাষায়, 'সময়ই সব উত্তর দিবে।

তবে ক্রীড়া সংস্থা গুলোকে রাজনীতি থেকে দূরে থাকতে হবে। কারন খেলাটা জনগনের মনের খুব কাছের ব্যাপার আর ক্রিকেটাররা দেশকে প্রতিনিধিত্ব করছে।'
ভারতীয় ক্রিকেট বোর্ড ইতিমধ্যে এশিয়া কাপ আয়োজনের অনুমতি চেয়ে মন্ত্রনালয়ে চিঠি দিয়েছে। কিন্তু এখন পর্যন্ত জবাব পায়নি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেট বোর্ড।
টুর্নামেন্টটি আয়োজনের পূর্ব নির্ধারিত সূচি ছিল চলতি বছরের সেপ্টেম্বরেই। এর আগে গত তিন বছর টানা এশিয়া কাপ আয়োজন করে এসেছে বাংলাদেশ।